নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আগামী শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রংপুর শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রংপুর এর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১১ কেভি বাজার ও জুম্মাপাড়া ফিডারের আওতাধীন ১১/০.৪ কেভি লাইনের পার্শ্ববর্তী গাছের শাখা-প্রশাখা কর্তন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই শাটডাউন বা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হবে।
বিদ্যুৎ বন্ধের সময়সূচি ও এলাকা:
আগামী ১৯ ডিসেম্বর ২০২৫ (শুক্রবার) নির্ধারিত সময় অনুযায়ী নিচের এলাকাগুলোতে বিদ্যুৎ থাকবে না:
১. সকাল ০৮:০০ টা থেকে দুপুর ১২:৩০ টা পর্যন্ত বন্ধ থাকবে:
কামারপাড়া, পাকার মাথা, আলিয়া মাদ্রাসা, মুলাটোল, সোনা পট্টি, বেতপট্টি, জাহাজ কোম্পানী মোড়, পায়রা চত্বর, সেন্ট্রাল রোড, নবাবগঞ্জ বাজার, সুপার মার্কেট, পিয়াজ পট্টি, সিটি বাজার ও সংলগ্ন এলাকা।
২. দুপুর ০২:০০ টা থেকে বিকাল ০৫:০০ টা পর্যন্ত বন্ধ থাকবে:
জাহাজ কোম্পানী, জি এল রায় রোড, ফায়ার সার্ভিস, ইন্দ্রার মোড়, পুলিশ ফাঁড়ী, পায়রা চত্বর, আজিজ সুপার মার্কেট, জুম্মাপাড়া, পলিটেকনিক গেট, সদর মসজিদ, জুম্মাপাড়া পাকার মাথা, কুকরুল ঈদগাহ মাঠ, জুম্মাপাড়া আইসক্রিম ফ্যাক্টরি সংলগ্ন এলাকা।
সাময়িক এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য নেসকো কর্তৃপক্ষ সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।