নিউজ ডেস্ক: বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই ট্রাম্প দাবি করেছেন, ভিসা নিয়ে কড়াকড়ির আবহে এক জনও বিদেশি অবৈধ ভাবে যুক্তরাষ্ট্রে ঢোকেননি।
ট্রাম্প জানিয়েছেন, ভিসা নিয়ে কড়াকড়ির আবহে একজন বিদেশিও অবৈধ ভাবে আমেরিকায় ঢোকেননি। বুধবার হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণ দিতে গিয়ে এমনই নানা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
বুধবার ট্রাম্প বলেন, গত কয়েক মাসে একজনও বিদেশি বেআইনিভাবে আমেরিকায় ঢোকেননি। তার কথায়, গত সাত মাস ধরে, আমাদের দেশে কোনও অবৈধ অভিবাসীকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সকলেই বলেছিল এটা একেবারেই অসম্ভব। কিন্তু আমরা সেটা করে দেখিয়েছি। আপনাদের মনে আছে, যখন জো বাইডেন বলেছিলেন যে সীমান্ত বন্ধ করতে কংগ্রেসের আইন পাশ করা উচিত? আদতে আমাদের আইনের প্রয়োজন ছিল না। আমাদের শুধু একজন নতুন প্রেসিডেন্টের প্রয়োজন ছিল। আমরা উত্তরাধিকার সূত্রে বিশ্বের সবচেয়ে খারাপ সীমান্ত পেয়েছি কিন্তু দ্রুত সেটিকে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সীমান্তে পরিণত করেছি আমরা।
ট্রাম্প আরও বলেন, শুল্কের ভয় দেখিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে একের পর এক যুদ্ধ থামিয়েছেন তিনি। এ ভাবে আটটি যুদ্ধ থামিয়েছেন বলে দাবি করেন তিনি। এ ছাড়াও, ট্রাম্প বলেন, উৎপাদন বৃদ্ধির জন্যও শুল্কই দায়ী। কারণ, আমদানি শুল্ক এড়াতে মার্কিন মুলুকে ফিরেছে সংস্থাগুলি। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অটোমোবাইলের মতো খাতেও ব্যাপক উন্নতি হয়েছে, যা আমেরিকান ইতিহাসে আগে কখনও দেখা যায়নি।