আর্কাইভ  বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫ ● ৪ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫
ব্রেকিং নিউজ:
অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

অস্ত্রোপচার শেষে মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ

শুক্রবার দেশে আনা হবে ওসমান হাদির মরদেহ

হাদির শিক্ষা ও শিক্ষকতা জীবন

হাদির শিক্ষা ও শিক্ষকতা জীবন

কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাল ইনকিলাব মঞ্চ

হাদির মৃত্যু
কর্মসূচির বিষয়ে সিদ্ধান্ত জানাল ইনকিলাব মঞ্চ

আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টি নেতার মরদেহ উদ্ধার

বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, রাত ০৯:১৯

Advertisement

নিউজ ডেস্ক:  রাজধানীর পল্টনের বিজয়নগরে একটি আবাসিক হোটেল থেকে জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পল্টন আবাসিক হোটেলের ৩২৪ নং কক্ষে এই ঘটনা ঘটে। 

পরে সন্ধ্যা ৬টা নাগাদ অচেতন অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

পল্টন থানার উপ পরিদর্শক (এসআই) মো. নুরুজ্জামান বলেন, আমরা খবর পেয়ে বিজয়নগর পল্টন আবাসিক হোটেলের তৃতীয় তলার ৩২৪ নম্বর কক্ষের দরজা ভেঙে বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করি। পরে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

তিনি বলেন, আমরা পরিবারে কাছে থেকে জানতে পেরেছি নিহত ব্যক্তি হার্টের রোগী ছিলেন এবং দুবার স্টোক হয়েছিল। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি স্টোক-জনিত কারণেই তার মৃত্যু হয়েছে, তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

নিহতের ভাগিনা রাহাতুল ইসলাম শাকিল বলেন, আমার মামা জাতীয় পার্টির বাগেরহাট জেলার সাধারণ সম্পাদক ছিলেন। নির্বাচনী কাজে গতকাল তিনি ঢাকায় এসে ওই আবাসিক হোটেলে ওঠেন। হাসপাতালে এসে শুনতে পারি তিনি ওই হোটেলে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক কমেছে ঘোষণা করেন।

মন্তব্য করুন


Link copied