সাইফুর রহমান শামীম, কুড়িগ্রাম: কুড়িগ্রামের চিলমারী উপজেলা সিনেমা হল মোড় এলাকায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধের মৃত্যু।
আজ সকাল ৯ ঘটিকায় চিলমারী উপজেলা সিনেমা হল মোড়ে বজরাগামী রোডে থানাহাট ইউনিয়নের সমাজ পাড়া গ্রামের স্থানীয় বাসিন্দা র নছিম উদ্দিন দেওয়ানী (৭০) রাস্তা পারাপারের সময় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু বরণ করেন। পরে স্থানীয় উপস্থিত জনতা ট্রাক্টরকে ধাওয়া দিলে চিলমারীর শাহজাহান মিয়ার ইটভাটায় আশ্রয় নেয়।
এবিষয়ে চিলমারী থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।