নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ আটটি ইসলামী দলের জোট এক ব্যালটে ভোট করলে আসন সমঝোতার সমীকরণ কেমন হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক হিসাব-নিকাশ। ইসলামি দলগুলোর সব ভোট এক বাক্সে আনার লক্ষ্যে আসন সমঝোতার জন্য কাজ শুরু করেছেন জোটের শীর্ষ নেতারা। আগামী ২৫ ডিসেম্বরের আগেই জানা যেতে পারে কোন দলের প্রার্থীরা কতগুলো আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই নির্বাচনি প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে মাঠে নেমেছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সমমনা আটটি দল। বর্তমানে ৩০০ আসনেই দলগুলোর প্রার্থীরা পৃথকভাবে জোর প্রচারণা চালাচ্ছেন।
নির্বাচনি কৌশলের অংশ হিসেবে নিজেদের অবস্থান মজবুত করার চেষ্টায় দলগুলো থাকলেও জোট গঠন ও আসন ভাগাভাগিই এখন আলোচনার মূল কেন্দ্রে। খেলাফত মজলিসের নেতারা জানিয়েছেন, আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে এ সপ্তাহেই।
খেলাফত মজলিসের নায়েবে আমির ড. আহমদ আব্দুল কাদের বলেন, ‘আমরা আশা করছি ২৪ ডিসেম্বরের মধ্যেই আসন সমঝোতা হয়ে যাবে। দুই-একটা বাকি থাকতে পারে, তবে সাধারণভাবে এ মাসের ২৪ তারিখের মধ্যেই সব সমাধান হয়ে যাবে।’
ইসলামী আন্দোলন বাংলাদেশ বলছে, কেবল সংখ্যার ওপর ভিত্তি করে নয়, বরং প্রার্থীর গ্রহণযোগ্যতা ও দলের জনপ্রিয়তা বিবেচনায় আসন বণ্টন করা হবে। এক্ষেত্রে মনোনয়নে প্রাধান্য পাবেন জোটের শীর্ষ নেতারা।
ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক বলেন, ‘আগামী ২৪–২৫ ডিসেম্বরের মধ্যে হয়তো চূড়ান্ত রূপটি আমরা উপস্থাপন করতে পারব। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, তবে আমরা একটি ফর্মুলায় অগ্রসর হচ্ছি—যেখানে যাঁর অবস্থান ভালো, আমরা সেখানে তাঁকেই প্রাধান্য দেব। তিনি যে দলেরই হোন না কেন।’
জামায়াতে ইসলামী বলছে, দেশপ্রেমিক শক্তিগুলোর সাথে এখনো আলোচনা চলছে এবং শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, ‘নির্বাচনি বোঝাপড়া চূড়ান্ত রূপ নেবে যখন আমাদের সাথে ঐকমত্য হবে। যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের মূল ভিত্তির ওপর আমাদের সাথে একমত, তাঁদের সাথেই নির্বাচনি বোঝাপড়া হবে।’
জানা গেছে, ৮ দলের লিয়াজোঁ কমিটি আগামী দু-একদিনের মধ্যে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করবে। বৃহত্তর ইসলামী ঐক্যের স্বার্থে সব দলই সর্বোচ্চ ছাড় দেওয়ার মানসিকতা দেখাচ্ছে বলে জোটের একাধিক সূত্র নিশ্চিত করেছে।