নিউজ ডেস্ক: চট্টগ্রামে গ্রেপ্তার চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নেওয়ার পথে সংঘর্ষে এক আইনজীবী নিহত হওয়ার প্রতিবাদে বুধবার আদালত বর্জনের ঘোষণা দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
মঙ্গলবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজির উদ্দিন চৌধুরী জনকণ্ঠকে বলেন, বুধবার চট্টগ্রামের কোনো আদালতে আইনজীবী সমিতির সদস্যরা কাজ করবেন না, আমরা জরুরি সভায় এ সিদ্ধান্ত নিয়েছি। আমরা কাল আদালত চত্বরে হত্যার প্রতিবাদে সমাবেশ করব। এ হত্যার বিচার চাই আমরা।