রংপুর, ৯ই পৌষ (২৪শে ডিসেম্বর) : ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন রবিবার (২৮শে ডিসেম্বর) দুই দিনের সফরে রংপুরে আসছেন। সফরকালে তিনি মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের কর্মশালা এবং ওয়াক্ফ এস্টেট সংক্রান্ত ব্রিফিংয়ে অংশগ্রহণ করবেন।
ধর্ম উপদেষ্টার একান্ত সচিব (যুগ্মসচিব) ছাদেক আহমদ স্বাক্ষরিত এক সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
সফরসূচি অনুযায়ী, উপদেষ্টা সোমবার (২৯শে ডিসেম্বর) সকাল ১০:৩০ মিনিটে রংপুর জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের (৬ষ্ঠ পর্যায়) উদ্যোগে অনুষ্ঠেয় ‘জেলা কর্মশালা, ২০২৫’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন।
এরপর উপদেষ্টা দুপুর ২ টায় সার্কিট হাউজে রংপুর ওয়াক্ফ পরিদর্শকের উদ্যোগে আয়োজিত ওয়াক্ফ এস্টেটের সার্বিক বিষয়ে ব্রিফিংয়ে অংশ নিবেন। সফর শেষে ধর্ম উপদেষ্টা ওই দিন বিকাল ৫:৪০ মিনিটে ঢাকার উদ্দেশে সৈয়দপুর বিমানবন্দর ত্যাগ করবেন।