স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ও শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি নির্বাচনে যাবে না, কোন নির্বাচন হতেও দেবে না।
ফখরুল বিগত সময়ের কথা উল্লেখ করে বলেন, শান্তিপূর্ণ মতা হস্তান্তরের জন্য আওয়ামী লীগ ৭৩ দিন হরতাল করে তত্বাবধায়ক সরকার এনেছিলো। প্রথমে রাজি না হলেও মানুষের দাবির প্রেেিত খালেদা জিয়া মেনে নিয়েছিলেন। ৪ বার শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, এখন তারা আর ভোটে জিতবে না বলে দলীয় সরকারের অধিনের নির্বাচনের ব্যবস্থা করেছেন। তিনি বলেন, খালেদা জিয়া গৃহবন্দী, তারেক রহমান দেশে নেই। তাদের ফিরিয়ে এনে বাংলাদেশকে মুক্ত করতে হবে।
সোমবার(২০ মার্চ) দুপুরে স্থানীয় টাউন হলে ৯ বছর পর দ্বিবার্ষিক সম্মেলন উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।
সম্মেলনে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি'র আহ্বায়ক এ্যাডভোকেট এস এম ওবায়দুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপি'র রংপুর বিভাগীয় সাংগঠিক সম্পাদক ও সাবেক মন্ত্রী অধ্য আসাদুল হাবিব দুলু, যুগ্ম সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর হোসেন, সাবেক বিরোধী দলীয় হুইপ (জাপা) আলহাজ্ব শওকত চৌধুরী, সৈয়দপুর উপজেলা বিএনপি সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কার্জন, সৈয়দপুর পৌর বিএনপির সভাপতি হাজী রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ বাবলু সহ সৈয়দপুর ও নীলফামারী জেলা ও উপজেলা, পৌর শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
মহাসচিব বলেন, চুরি আর পাচার ছাড়া কিছুই করছে না বর্তমান সরকার। দ্রব্যমূল্যের কারণে মানুষ খেতে পারছে না। ভন্ডামির রাজনীতি করে মানুষকে বিভ্রান্ত করে আওয়ামী লীগ ভিন্নভাবে বাকশাল কায়েম করছে। তারা নিজেদের করা ৭২’এর সংবিধান কেটেছেটে নিজেদের মতো করে নিয়েছে উল্লেখ করে ফকরুল বলেন, সাংবিধানিক কমিশনের মাধ্যমে সংবিধান সংশোধন করে আগের মতো দেশ গড়তে তারেক রহমানে নির্দেশে রাজপথের আন্দোলনের মাধ্যমে টেকব্যাক বাংলাদেশ শ্লোগান তুলতে হবে।
ফখরুল আরো বলেন, ১০ টাকার চাল এখন ৮০ টাকা। আদানী গ্রুপের বিদ্যুৎ আনছে। ৮ টাকার বিদ্যুৎ এখন ১৬ টাকা হবে।