আর্কাইভ  শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫ ● ১০ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ২৫ অক্টোবর ২০২৫
পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

পদত্যাগ করিনি, সরকার গঠন পর্যন্ত এনসিপির সঙ্গেই থাকব: নাসীরুদ্দীন পাটওয়ারী

উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

অন্তর্বর্তী সরকার
উপদেষ্টা পরিষদে বিদায়ের সুর!

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

শাহবাগে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

জাতীয় পার্টি ও আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না: জি এম কাদের

আজহারীর তাফসির মাহফিল শনিবার, একদিন আগেই উপস্থিত ফেসবুক ও ইউটিউবার ভক্তরা

শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, রাত ০৯:০৪

Advertisement

লালমনিরহাট প্রতিনিধি ; লালমনিরহাটে তাফসির মাহফিলে আসছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারী। শনিবার (১৮ জানুয়ারি) জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলকে ঘিরে প্রায় ১০ লাখ মানুষের সমাগমের জন্য চারটি মাঠ প্রস্তুত করা হয়েছে। জেলা শহরের সবচেয়ে বড় সোহরাওয়ার্দী মাঠে থাকবে মূল মঞ্চ। এছাড়া পুরুষদের জন্য পার্শ্ববর্তী কালেক্টরেট মাঠ ও পিসি স্কুল মাঠ এবং নারীদের জন্য প্রস্তুত করা হচ্ছে জেলা স্টেডিয়াম মাঠ। সব মাঠেই থাকবে মাল্টিমিডিয়া প্রজেক্টরে দেখার ব্যবস্থা।

শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে মানুষ। মূল মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন হাজারও মানুষ। শনিবার জোহর নামাজ শেষে বয়ান পেশ করবেন মিজানুর রহমান আজহারী।

মাহফিলকে ঘিরে বিপুলসংখ্যক আনসার, পুলিশ, র্যাব ও সেনাবাহিনীসহ আয়োজকদের স্বেচ্ছাসেবক টিম মোতায়েন রয়েছে। ইসলামিক একাডেমির প্রতিষ্ঠাতা ব্যবসায়ী আব্দুল হাকিমের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেবেন কেন্দ্রীয় বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।

সরেজমিন দেখা যায়, মাহফিল সফল করতে মঞ্চ প্রস্তুতের কাজ প্রায় শেষ করেছেন আয়োজকরা। আয়োজক কমিটির সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়েছে। বৈঠকে জননিরাপত্তার বিষয়টি সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রস্তুতি নিচ্ছে জেলা আইনশৃঙ্খলা বাহিনী।

আয়োজক কমিটির সদস্য ইমাম রাশেদুল ইসলাম লিজু বলেন, মূল প্যান্ডেলের প্রায় কাজ শেষ হয়েছে। বাকি কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ হবে। আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি পাঁচ হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রয়েছেন। মাঠের প্রবেশপথেই তল্লাশি চালানো হবে।

লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, মাহফিলে জননিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত রয়েছেন আনসার, পুলিশ, র্যাবসহ সেনাবাহিনীর সদস্যরা। আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক থাকবে প্রায় পাঁচ হাজার।

চুরি-ছিনতাই এড়াতে স্বর্ণালঙ্কার পরিহিত অবস্থায় মাহফিলে না আসতে নারীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

মন্তব্য করুন


Link copied