আর্কাইভ  সোমবার ● ৫ জুন ২০২৩ ● ২২ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   সোমবার ● ৫ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: দিনাজপুরে র‍্যাবের অভিযানে বিপুল মাদকসহ দুই মাদক ব্যবসায়ী আটক       সোমবার থেকে পেঁয়াজ আমদানির অনুমতি       তিস্তা শেখ হাসিনা সেতু সংযোগ সড়কের বিভিন্ন স্থানে ধস, ঝুঁকি নিয়ে চলছে যানবাহন       রংপুরে হঠাৎ বৃষ্টিতে জনজীবন স্বস্তি       নীলফামারীর চিলাহাটি-ঢাকা দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      

আত্মগোপনে থাকা এসএসসি পরীক্ষার্থীকে উদ্ধার

বুধবার, ৩ মে ২০২৩, বিকাল ০৭:১১

স্টাফ রির্পোটার,নীলফামারী॥ নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলা ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে চলতি এসএসসি পরীায় অংশগ্রহণ না করে আত্মগোপন করেছিল মুহিত হাসান বিপ্লব নামের এক এসএসসি পরীক্ষার্থী। পুলিশ ওই পরীার্থীকে মঙ্গলবার(২ মে) রাতে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। 
ওই শিক্ষার্থী কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ হতে চলতি এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করার কথা ছিল। সে  উপজেলার দণি পুষনার মোতাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে। 
ছেলে বাবা জানান, মানসম্মত পড়াশুনা, ভাল ফলাফল ও জ্ঞান বৃদ্ধির জন্য ছেলেকে একটি অ্যান্ড্রয়েড ফোন তার ছেলেকে কিনে দেন। ওই পরীক্ষার্থী অ্যান্ড্রয়েড ফোনের ইতিবাচক দিক গ্রহণ না করে নেতিবাচকে ঝুকে পড়েন। ইতোমধ্যে সে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে পরীার প্রস্তুতি ঠিকভাবে নিতে পারেনি। সে ঈদের পরদিন গঙ্গাচড়ায় তার খালার বাড়ি বেড়াতে যায়। সেখান থেকে ২৬ এপ্রিল নিজবাড়ি ফিরিয়ে আসার নামে বেরিয়ে গেলেও  সে বাড়িতে না ফিরে আত্মগোপনে চলে যায়।এ ঘটায় পরিবারের পক্ষে ২৭ এপ্রিল থানায় একটি সাধারণ ডায়েরী করে। 
পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় তাকে রংপুরের মাহিগঞ্জ এলাকায় চিহিৃত করে সেখানে অভিযান চালায় ও মঙ্গলবার রাতে  উদ্ধার করে কিশোরীগঞ্জ থানায় নিয়ে আসে। গেমে আসক্ত হয়ে পরীার প্রস্তুতির ঘাটতি ও ফলাফল খারাপ হওয়ার আশংকায় ওই পরীক্ষার্থী নিজেই আত্ম গোপনে যায় বলে স্বীকার করে। 
মুহিত হাসান বিপ্লব সাংবাদিকদের মাধ্যমে  সকল শিার্থী ভাই-বোনদের তার মতো ভুল না করা এবং  প্রত্যেক বাবা-মাকে সন্তানদের খোঁজ খবর রাখার আহবান জানায়। 
কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম আজম বলেন, সে বিজ্ঞান বিভাগের একজন মেধাবী ছাত্র। এ শিক্ষার্থীর থেকে তিনি সকল অভিভাবককে ছেলে মেয়ের ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানান। 
কিশোরীগঞ্জ থানার এসআই নুর ইসলাম বলেন, তথ্য প্রযুক্তির সহযোগিতায় ওই শিার্থীকে রংপুরের মাহিগঞ্জ এলাকা থেকে উদ্ধার করা হয়। সে তার ভুল বুঝতে পেরেছে এবং নিজিকে সুধরে নিবে বলে অঙ্গীকার করে। 
কিশোরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজীব কুমার রায় জানান, তিাকে উদ্ধার করে তার বাবার হাতে তুলে দেয়া হয়েছে। 

মন্তব্য করুন


 

Link copied