আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

আনচেলত্তি যুগে প্রথম জয়, বিশ্বকাপের টিকিট পেল ব্রাজিল

বুধবার, ১১ জুন ২০২৫, দুপুর ০১:২৪

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: ব্রাজিলের কোচ হিসেবে কার্লো আনচেলত্তি যুগের শুরুটা গোলশূন্য ড্র দিয়ে করেছিল ব্রাজিল। তবে সেলেসাওদের হয়ে প্রথম জয়ের জন্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি ইতালিয়ান কোচকে।

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে আজ ঘরের মাঠ নিও কুইমিকা অ্যারেনাতে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। একই সঙ্গে বাছাইপর্বের দুই ম্যাচ হাতে রেখে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সেলেসাওরা। ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়ুস জুনিয়র।

ইকুয়েডরের বিপক্ষে আগের ম্যাচে বলের দখল আর রক্ষণ ঠিকঠাক থাকলেও আক্রমণভাগে তেমন সুবিধা করতে পারেনি ব্রাজিল। আজ প্যারাগুয়ের বিপক্ষে সে পরিস্থিতি কিছুটা বদলেছে। ম্যাচের ৭৩ শতাংশ বলের দখল রাখা আনচেলত্তির দল আক্রমণেও দাপট দেখিয়েছে। প্যারাগুয়ের ৫ শটের বিপরীতে ভিনিসিয়ুস-রাফিনিয়ারা শট নিয়েছেন ১১টি, এর ৪টি ছিল গোলমুখে। এছাড়া আরও দুবার গোলের বড় সুযোগ তৈরি করেছিল ব্রাজিল। তবে শেষ পর্যন্ত ভিনিসিয়ুসের গোলটাই ম্যাচের ব্যবধান গড়ে দিয়েছে।

সে গোলটা হয়েছে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে। ম্যাচের ৪৪ মিনিটে বক্সের ডান প্রান্তের কিছুটা বাইরে বল পেয়েছিলেন রাফিনিয়া। সেখান থেকে কলম্বিয়ার ৩ ডিফেন্ডারের মাঝ দিয়ে ছোট করে পাস দেন বার্সা উইঙ্গার। দারুণ ক্ষিপ্রতায় সেটি নিয়ন্ত্রণে নিয়ে ক্রস করেন কুইয়া। আর তাতে পা ছুঁয়ে জালে বল জড়ান ভিনিসিয়ুস।

১-০ গোলে বিরতিতে যাওয়া ব্রাজিল দ্বিতীয়ার্ধেও বেশ কয়েকবার গোলের খুব কাছাকাছি গিয়েছিল। কিন্তু আর ব্যবধান বাড়াতে পারেনি।

এ জয়ে ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনেই থাকল ব্রাজিল। সমান ম্যাচে ২৪ পয়েন্ট প্যারাগুয়ের। এবার কনমেবল অঞ্চল থেকে ৬টি দল সরাসরি পরের বিশ্বকাপের খেলার সুযোগ পাবে। পয়েন্ট তালিকার সাতে থাকা ভেনেজুয়েলার পয়েন্ট ১৮ (১৬ ম্যাচে)। প্যারাগুয়ে হাতে থাকা দুই ম্যাচ জিতলেও তাদের পয়েন্ট হবে ২৪। অর্থাৎ পরের দুটি ম্যাচ হারলেও ২০২৬ বিশ্বকাপ খেলা নিশ্চিত ব্রাজিলের।

মন্তব্য করুন


Link copied