আর্কাইভ  শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫ ● ২৫ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   শুক্রবার ● ১০ অক্টোবর ২০২৫
রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ হচ্ছে

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করার প্রস্তাব অনুমোদন

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

১১ অধ্যাদেশ ও ৩ প্রস্তাব অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হত্যার পর মা-বাবাকে ঘরের ভেতরে পুঁতে রাখেন ছেলে

হামজার গোলে এগিয়ে বাংলাদেশ

বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫, রাত ০৮:৫৯

Advertisement

নিউজ ডেস্ক: এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের বাঁচা-মরার লড়াইয়ে হংকং চায়নার বিপক্ষে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। ডি বক্সের ডানপাশ থেকে ফ্রিকিকে অসাধারণ শটে বল জালে জড়ালেন হামজা চৌধুরী। আর গোটা স্টেডিয়াম ফেটে পড়লো উল্লাসে। এএফসি এশিয়ান কাপে হংকংয়ের বিরুদ্ধে ম্যাচে ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ। একমাত্র গোলটি এসেছে হামজার পা থেকে।

বৃহস্পতিবার রাত ৮টায় জাতীয় স্টেডিয়ামে শুরু হয় ম্যাচটি। হংকংয়ের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বের ম্যাচটির ফল ২০২৭ এশিয়া কাপের মূল পর্বের টিকিট পেতে ভূমিকা রাখবে। 

ম্যাচের মাত্র ১ মিনিটেই তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর গোলে লিড নিয়ে চালকের আসনে বসেছে হাভিয়ের কাবরেরার শিষ্যরা। এই গোলটি যেন হংকংয়ের কোচ অ্যাশলে ওয়েস্টউডের এক মন্তব্যের মোক্ষম জবাব। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে এক প্রশ্নের উত্তরে ওয়েস্টউড কটাক্ষ করে বলেছিলেন, ‘আমার দলে থাকলে সে সম্ভবত বেঞ্চে থাকতো’। সেই ‘বেঞ্চের খেলোয়াড়’ হামজাই আজ শুরুতেই তার গোলে চুপ করিয়ে দিলেন প্রতিপক্ষ শিবিরকে।

বক্সের বাঁদিকে একটি ফ্রি-কিক পায় বাংলাদেশ। হামজা চৌধুরীর নেওয়া বাঁকানো শটটি হংকংয়ের এক ফরোয়ার্ড হেড করে বিপদমুক্ত করতে চেয়েছিলেন। কিন্তু তার মাথায় লেগে দিক পরিবর্তন করে বল জালে জড়িয়ে যায়। আর তাতেই উল্লাসে ফেটে পড়ে ঢাকা জাতীয় স্টেডিয়ামের দর্শকরা। এই গোলের সুবাদে ম্যাচের শুরুতেই নিয়ন্ত্রণ নিয়েছে বাংলাদেশ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ এগিয়ে আছে ১-০ গোলে।

মন্তব্য করুন


Link copied