নিউজ ডেস্ক: তিনটি ধার্য তারিখে সাক্ষী হাজির করতে ব্যর্থ হওয়ার পর এদিন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় দশম দিনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। এদিন সাক্ষ্য দেন আবু সাঈদকে হত্যার প্রত্যক্ষদর্শী বেরোবির শিক্ষার্থী আকিব রেজা খান।
সোমবার (১০ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ সাক্ষ্যগ্রহণ হয়।
সাক্ষ্যতে আবু সাঈদকে হত্যার নির্মম বর্ণনা তুলে ধরেন তিনি বলেন, গুলি লাগার পর আবু সাঈদের বন্ধু আয়ান ও রওনক তাকে বাঁচানোর চেষ্টা করেন। তখনও তাদের লক্ষ্য করে নির্বিচারে গুলি করতে থাকেন পুলিশ সদস্যরা
এদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ভবনের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করাসহ দুজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাক্ষ্যগ্রহণ হয়। এদিন ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে ৫ম দিনে সাক্ষ্য দিয়েছেন ডিএমপির ওয়ারলেস অপারেটর কামরুল হাসানসহ ২ জন।
এদিন শিক্ষার্থীদের ওপর ডিএমপি কমিশনারের লেথাল উইপেন ব্যবহারের ওয়ারলেস বার্তার রেকর্ডিং তুলে ধরা হয়।