আর্কাইভ  মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫ ● ১১ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

রংপুরের ১০০ শয্যা বিশিষ্ট শিশু হাসপাতালটি দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় অবকাঠামোসহ এসিগুলো নষ্ট

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

উগ্রবাদ নিয়ে সতর্ক বিএনপি

তদন্ত হবে আড়ি পাতার

রাজনৈতিক সরকার এ ব্যবস্থা ধরে রাখতে চায়
তদন্ত হবে আড়ি পাতার

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না- জাপা কো চেয়ারম্যান মোস্তফা

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:০৯

Advertisement Advertisement

মমিনুল ইসলাম রিপন: জাতীয় পার্টি কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না। রাজনৈতিক দল সংস্কার হতে পারে। সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে আবারো ফিরতে পারে। তাছাড়া আওয়ামীলীগের সবাই তো খারাপ না, আওয়ামীলীগের মধ্যে ভালো রাজনীবিদও আছে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রংপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। এসময় তিনি বলেন, যারা অন্যায়ের সাথে জড়িত, সেটা জাতীয় পার্টি, আওয়ামীলীগ, বিএনপি হউক না কেন, তাদের অপরাধীর শাস্তি নিশ্চিত করা কিন্ত যারা অপরাধ করেনি, দোষি না, তাদের রাজনীতি থেকে বিরত রাখার পক্ষে আমরা নই। কোন দলকে নিষিদ্ধ করে বাইরে রাখা বরং অংশগ্রহণমুলক নির্বাচনের জন্য তা অন্তরায়।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১২ টার দিকে সেন্ট্রার রোডস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির রংপুর বিভাগীয় প্রতিনিধি সভার পূর্বে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নির্বাচন প্রসঙ্গে মোস্তফা বলেন, অন্তবর্তিকালীন সরকারের ১০০ দিন অতিবাহিত হলেও তারা নির্বাচনের কোন রোডম্যাপ দিতে পারেনি। এ ক্ষেত্রে তারা ব্যর্থ। কেননা অন্তবর্তিকালীন সরকারের প্রধান কাজ হচ্ছে একটা অংশগ্রহণমুলক নির্বাচন দেয়া। যেটার অপেক্ষায় দেশের মানুষ ১৭ বছর ধরে। অথচ তারা একেক সময় একেক কথা বলছেন, যার কারনে মানুষের মনে নানা বিষয়ে দানা বাধছে।

তিনি আরো বলেন, অন্তবর্তিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস অত্যন্ত উচু মানের মানুষ। কিন্তু উনিতো কোন রাজনীতি করেন নাই, দেশ পরিচালনা করেন নাই। এজন্য দেশ পরিচালনায় অনেক ঘাটতি দেখা যাচ্ছে। অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা উন্নতি হলে অন্যান্য সব সেক্টরেই সমস্যা। বিশেষ করে আইনশৃঙ্খলার ক্ষেত্রে পুলিশ একেবারে নিষ্ক্রিয়। পুলিশ সক্রিয় না হলে নির্বাচন কিভাবে হবে। পুলিশের কাজ তো আর্মি দিয়ে হবে না। কেননা ভোট সেন্টার পুলিশ ছাড়া কে পাহারা দিবে। তাই পুলিশকে সক্রিয় করতে হবে সবার আগে।

আওয়ামীলীগ ও জাতীয় পার্টি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, আওয়ামীলীগ নিষিদ্ধের কথা উঠেছে কিন্তু জাতীয় পার্টি নিষিদ্ধের কথা এখনও উঠে নাই। যখন উঠবে তখন দেখা যাবে। প্রধান উপদেষ্টার ডাকে ডায়লগের বিষয়ে বাইরে থেকে আলোচনা হলেও কোন উপদেষ্টা এখন পর্যন্ত কিছু বলে নাই। ডায়লগে কে ডাকলো, কে ডাকলো না, সেটা বিষয় না। জাতীয় পার্টি নিজেদের শক্তি সামর্থ বাড়াতে নিজেদের দলকে সুসংগঠিত করতে কাজ করে যাচ্ছে।

নির্বাচন প্রসঙ্গে জাপা নেতা মোস্তফা বলেন, জাতীয় পার্টি একটি বৃহৎ দল। জাতীয় পার্টি ছাড়া দেশে নির্বাচন অনুষ্ঠিত হলে তা অংশগ্রহণমুলক হবে না।

রংপুর বিভাগীয় প্রতিনিধি সভায় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ বিভাগের ৮ জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

মন্তব্য করুন


Link copied