নিউজ ডেস্ক: দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশের রাজনীতিতে ইতোমধ্যেই বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইতোমধ্যেই নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
এমন সময়ে এসে প্রচার শুরু হচ্ছে নির্বাচন নিয়ে ধারাবাহিক নাটক। তবে এই নির্বাচন সীমাবদ্ধতা পরিবারের মধ্যেই।
জানা গেছে, রোববার (২ নভেম্বর) থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেলে বাংলাভিশনে শুরু হবে নতুন ধারাবাহিক নাটক ‘পারিবারিক নির্বাচন’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মহিন খান।
এতে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, মুশাফির সায়েদ বাচ্চু, ডলি জহুর, সুষমা সরকার, সেমন্তী সৌমি, সাবেরী আলম, মোতাহের, আনওয়ার সাহি, সুমাইয়া অর্পা, এবি রকন, সেলজুক তারেক, ফাতেমা হিরা, রিমু রোজা খন্দকার সহ একঝাঁক জনপ্রিয় তারকা।
নির্মাতার কথায়, প্রতিবারের মতো এবারও দর্শকদের জন্য ভিন্নধর্মী ও পারিবারিক বিনোদনে ভরপুর কনটেন্ট নিয়ে হাজির হচ্ছেন তিনি।
‘পারিবারিক নির্বাচন’ নাটকটি ২ নভেম্বর থেকে প্রতি রবি ও সোমবার রাত ৯ টা ১৫ মিনিটে প্রচারিত হবে।