আর্কাইভ  বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫ ● ১৫ কার্তিক ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৩০ অক্টোবর ২০২৫
মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা

মোবাইল অ্যাপে ঋণের নামে প্রতারণা

প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা

প্রতীক তালিকায় 'শাপলা কলি' যুক্ত হওয়া মূলত এনসিপিকে বাচ্চা হিসেবে দেখানোর চেষ্টা

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেসসচিব

আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য : প্রেসসচিব

দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত

বিদেশি মিডিয়ায় সাক্ষাৎকার
দেশে ফিরতে চান শেখ হাসিনা, তবে দিয়েছেন শর্ত

বন্ধ ঘোষনার চারদিনেও চালু হয়নি উত্তরা ইপিজেডের চার কারখানা

বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:৩৯

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥  নীলফামারীর উত্তরা ইপিজেডে স্বাভাবিক পরিবেশ থাকলেও চারটি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার চারদিনেও পুণরায় চালুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এখানো। বন্ধ হওয়া চার কারখানা যথাক্রমে- সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড, ইপিএফ প্রিন্টিং লিমিটেড, দেশবন্ধু টেক্সটাইল মিলস লিমিটেড ও মিইগো বাংলাদেশ লিমিটেড এর শ্রমিক রয়েছেন প্রায় আট হাজারের মতো।

এদিকে শ্রমিকদের সমস্যা সমাধানে কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের সাথে আলোচনায় বসতে বুধবার(২৯ অক্টোবর) একটি কমিটি করেছে জেলা প্রশাসন। এতে প্রধান করা হয়েছে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে।

এবিষয়ে নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, সমস্যা সমাধানে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুস সামাদ শিকদারকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে। এতে আইন শৃঙ্খলা বাহিনীসহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ রয়েছেন। এই কমিটি বন্ধ হওয়া চার ফ্যাক্টরী ও শ্রমিকদের সাথে আলাদা আলাদা ভাবে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করবে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ জানান, ইপিজেডের পরিবেশ স্বাভাবিক রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে সেখানে, যাতে কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না হয়। সার্বক্ষনিক মনিটরিং করা হচ্ছে ইপিজেডকে।

জানা যায়, গত রবিবার (২৬ অক্টোবর) বিকেলে নোটিশের মাধ্যমে অনির্দিষ্টকালের জন্য ইপিজেডের এই চার কারখানা বন্ধ ঘোষণা করা হয়। পরের দিন গত সোমবার(২৭ অক্টোবর) সকালে কারখানা পূণরায় চালুর দাবীতে ইপিজেডের সামনে বিক্ষোভ করে শ্রমিকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনী শ্রমিকদের সাথে কথা বললে তারা বিক্ষোভ তুলে নেয়।

শ্রমিকরা জানান, কিছুদিন থেকে বেতন ভাতা বৃদ্ধি, বোনাসসহ নানা দাবীতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তারা। এক পর্যায়ে গত রবিবার বিকেলে এই চার ফ্যাক্টরী বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য। শ্রমিকরা বলেন, চারদিন ধরে চারটি কারখানা বন্ধ রয়েছে। কারখানা বন্ধ থাকায় আমাদের শ্রমিক ও শ্রমিক পরিবারের জীবিকা অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা পরিবার চালাই এই কাজের আয়ে। প্রশাসনের পক্ষে আলোচনা চলছে, তবে কবে কারখানা আবার চালু হবে তা নিয়ে কেউ নিশ্চয়তা দিচ্ছে না। 

বন্ধ থাকা চার কারখানার কর্তৃপক্ষদের সাথে কথা হলে তারা জানান, আলোচনা চলছে। শ্রমিকদের সাথে সমস্যার সমাধাণ হলে দ্রুত কারখানাগুলি চালু করা হবে।

এদিকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব বলেছেন, ইপিজেড সহ দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করার পেছনে ইন্ধন যোগাচ্ছে আওয়ামীলীগ।  

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নীলফামারী জেলা কমিটির প্রধান সমন্বয়ক আব্দুল মজিদ বলেন, দেশের সকল ইপিজেডে একটার পর একটা ফ্যাক্টরীতে শ্রমিক আন্দোলন তারই প্রমান দেশকে অস্থিতিশীল করার চক্র করতে আওয়ামীলীগ। এনসিপি তা হতে দিবে না। এনসিপি মালিক ও শ্রমিক পক্ষকে বুঝিয়ে সমস্যা সমাধানের উদ্যোগ নিচ্ছি বরাবরই। আশা করি কিছু দিনের মধ্যে সমস্যা সমাধান হয়ে যাবে।

নীলফামারী-১ আসনের মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, শ্রমিক অসন্তোষের পেছনে যারাই দায়ী, তাদের চিহিৃত করে আইনের আওতায় আনা দরকার। তাহলে চক্রান্তকারীরা সাহস পাবে না। এই ইপিজেড আমাদের জাতীয় সম্পদ। নীলফামারী জেলার সম্পদ। এটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার।

নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এর আহ্বায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, শুধু নীলফামারী জেলার নয়, আশপাশের জেলারও হাজার হাজার মানুষ কাজ করছে উত্তরা ইপিজেডে। আমরা চাই না ইপিজেড বন্ধ হোক। এটি বন্ধ হয়ে গেলে হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়বে। দেশে বেকারত্ব বাড়বে। তাই এই ইপিজেড আমাদের রক্ষা করতে হবে। তিনি বলেন, একটি দল ষড়যন্ত্র করছেন ইপিজেড নিয়ে, তাদের ষড়যন্ত্র সফল হতে দেয়া যাবে না। এজন্য সকলকে সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গতঃ নীলফামারী উত্তরা ইপিডেজে ২৭টি দেশি-বিদেশি কারখানা প্রতিষ্ঠিত রয়েছে। যেখানে নারী-পুরুষ মিলে প্রায় ৩৫ হাজারের ওপর কমর্চারী-শ্রমিক কাজ করে। 

মন্তব্য করুন


Link copied