নিউজ ডেস্ক: আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নিতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নতুন দায়িত্ব পেয়েছেন আইন ও প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।
দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই বুধবার জাতীয় ক্রীড়া পরিষদে উপস্থিত হয়ে তিনি ফুটবল সংস্কার ও বিকেএসপির আধুনিকায়ন নিয়ে নিজের কঠোর অবস্থান ও পরিকল্পনার কথা জানান।দায়িত্ব নেওয়ার পরপরই ১০টিরও বেশি ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে এক ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক করেন নতুন ক্রীড়া উপদেষ্টা।
ক্রীড়াপ্রেমী হিসেবে পরিচিত আসিফ নজরুল ফুটবল নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করলেও বাফুফের বর্তমান পরিকল্পনায় পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি। বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের উপস্থাপনার পর তিনি আরও সুপরিকল্পিত ভাবনার অভাব বোধ করেন।
এ সময় তিনি সদ্য সমাপ্ত ৬৪ জেলার চ্যাম্পিয়নশিপের পর জেলা পর্যায়ের সেরা ১৬টি দল নিয়ে একটি ‘সুপার লিগ’ আয়োজনের প্রস্তাব দেন। এ বিষয়ে দ্রুত প্রস্তাবনা তৈরি করতে বাফুফেকে নির্দেশ দেওয়ার পাশাপাশি ৩ দিনের মধ্যে পরিকল্পনা জমা দেওয়ার আল্টিমেটাম দেন তিনি।
আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় হাতে সময় খুব কম, তবুও এই স্বল্প সময়ে বিকেএসপিকে ঢেলে সাজাতে চান আসিফ নজরুল। ঝরে পড়া ক্রীড়াবিদদের ধরে রাখা এবং প্রতিষ্ঠানের মানোন্নয়নে তিনি শিগগিরই বিসিবি ও বাফুফে সভাপতিকে সঙ্গে নিয়ে বিকেএসপি পরিদর্শনের ঘোষণা দিয়েছেন। বিসিবি সভাপতির অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিকেএসপির প্রশিক্ষণ ও ব্যবস্থাপনায় পরিবর্তন আনার ইঙ্গিতও দেন তিনি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আন্তর্জাতিক সাফল্যের সম্ভাবনা কম—এই অজুহাতে কোনো খেলাকে অবহেলা করা যাবে না। ক্রীড়াঙ্গন থেকে ‘এলিট মানসিকতা’ পরিহার করে সব ধরনের খেলা ছড়িয়ে দিতে হবে, যাতে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটে।
দেশের ক্রীড়াঙ্গনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অবদানের কথা স্মরণ করে আসিফ নজরুল পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্রীড়া অবকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানান। ফুটবল ও ক্রিকেটে ওই অঞ্চলের প্রতিভাবানদের উঠে আসার পথ সুগম করাই তার লক্ষ্য।