শাহ্ আলম শাহী, দিনাজপুর: এক বিএনপি নেতার জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দিয়ে ধরা খেলেন দিনাজপুরে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলাকারী,হত্যা ও বিস্ফোরক মামলার আসামি আওয়ামী লীগের নেতা সিআইপি শাহ আলম। বিএনপি নেতার জন্মদিনে কেক কাটা সেই ভাইরাল হওয়া ছবির সূত্র ধরে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ মঙ্গলবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম অব অ্যাপস) মো.আনোয়ার হোসেনের নেতৃত্বে গত সোমবার রাতে তাকে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা থেকে আটক করে গোয়েন্দা ( ডিবি) পুলিশ।
আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি দিনাজপুর পুলিশ সুপার জেদান আল মুসা (পিপিএম)গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
সিআইপিশাহ আলম দিনাজপুর পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি। ঠাকুরগাঁও জেলা বিএনপির এক নেতার ১২ ডিসেম্বর জন্মদিনের কেক কাটা অনুষ্ঠানে যোগ দেন আওয়ামীলীগ নেতা বিশিষ্ট ঠিকাদার সিআইপি শাহ আলম। আর সেই ছবি ফেসবুকে ভাইরাল হয়ে যায়। বিএনপির ছত্রছায়ায় অবস্থানরত শাহ্ আলমকে গ্রেফতারের দাবি তুলে অনেকেই। ফলে গোয়েন্দাপুলিশ তাকে গ্রেফতার করে।
তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্র-জনতার উপর হামলা,হত্যা ও বিস্ফোরক আইনে মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।