নিউজ ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ। ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। লাশ উদ্ধারের পর ধারণা করা হয় তিনি আত্মহত্যা করেছেন। কিন্তু পরিবারের দাবি, তাঁকে খুন করা হয়েছে।
দর্শকপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যু নিয়ে দীর্ঘ ২৯ বছরের তদন্তের পর নতুন করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গত ২১ অক্টোবর রমনা থানায় দায়ের হওয়া এই মামলায় ১১ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি এবং চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজনের নাম রয়েছে।
সম্প্রতি নতুন করে আলোচনায় আসে সালমানের মৃত্যু রহস্য। এই নায়কের স্ত্রী সামিরার সঙ্গে খলঅভিনেতা ডনের একটি অন্তরঙ্গ ছবি ভাইরাল হয়। ছবিটিতে সালমান হত্যা মামলার অন্যতম আসামি ডনের সঙ্গে বেশ অন্তরঙ্গ অবস্থায় দেখা যায় এক নারীকে। 'ডিভোর্স' শব্দটিই সালমানের মৃত্যুফাঁদ—এ শিরোনামে 'অপরাধ চক্র' সাময়িকীতে বেশ কয়েক বছর আগে প্রতিবেদন করা হয়। সেই প্রতিবেদনে বেশ কয়েকটি ছবি জুড়ে দেওয়া হয়। তার মধ্যে ভাইরাল হওয়া ওই ছবিটিও ছিল।
এদিকে, ছবিটিতে ডনের সঙ্গে যে নারীকে দেখা গেছে সেটি তিনি নন বলে দাবি করেছেন সামিরা। এ ব্যাপারে তিনি বলেন, "এটা 'আশা ভালোবাসা' নামে একটা সিনেমার শুটিং চলাকালীন তোলা। ডনের সঙ্গে যে মেয়েটিকে ওই ছবিতে দেখা যাচ্ছে ওটা আমি নই, ওটা নায়িকা সাবরিনার সঙ্গে ডনের ছবি। ওই ছবিটা সালমান ভ্যান্টিলেটরের ফাঁক দিয়ে তুলে ডনের সঙ্গে দুষ্টুমি করেছিল। এরপর ডন ওই ছবি নেওয়ার জন্য সালমানের পেছনে তিন দিন ঘুরেছিল। দেখুন, সালমান শাহ’র সম্পর্কে আপনাদের ইমোশন আমি বুঝি, শ্রদ্ধা করি। ইমন আমাকে ভালোবাসতো, আমিও ইমনকে ভালোবাসতাম। তাই সবকিছু নিশ্চিত না হয়ে আমাকে অপবাদ দেবেন না প্লিজ।"