নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমাকে এখন আর রুপালি পর্দায় তেমন দেখা যায় না। নব্বই দশকের শেষ দিকে অভিনয়জীবন শুরু করা এই অভিনেত্রী আড়াই দশক পেরিয়ে গেছে। সেই সঙ্গে রুপালি পর্দাতেও ভাটা পড়ে গেছে। একসময় রূপ আর অভিনয়ে যিনি দুই প্রজন্মের দর্শককে মুগ্ধ করেছিলেন, এখন তিনি আড়ালে চলে গেছেন। তবে অভিনয়ে নিয়মিত না থাকলেও সামাজিক মাধ্যমে তাকে দেখা যায়।
মাঝে মধ্যে সামাজিক মাধ্যমে সেই লাস্যময়ী আবেদনে ধরা দেন অভিনেত্রী। নেটদুনিয়ায় বেশ জনপ্রিয় পূর্ণিমা। নিয়মিত নিজের ছবি প্রকাশ করে থাকেন তিনি। আর ভক্ত-অনুরাগীরাও তাকে ভরিয়ে দেন ভালোবাসা ও প্রশংসায়। বিশেষ করে তার ‘বয়স না বাড়ার’ সৌন্দর্য নিয়ে ভক্তদের আগ্রহও বরাবরই উচ্ছ্বসিত।
এর আগে ২০০৩ সালে ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার সিনেমা ‘মনের মাঝে তুমি’ দিয়ে এক ঝলকেই জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন পূর্ণিমা। পরে ২০০৬ সালে এসএ হক অলিক পরিচালিত ‘হৃদয়ের কথা’ সিনেমায় অভিনয় করে আরও প্রশংসা কুড়ান তিনি। দুই দশকের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে অভিনয়, সৌন্দর্য ও পরিশীলিত উপস্থিতির জন্য আজও সমানভাবে প্রাসঙ্গিক পূর্ণিমা।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে সামাজিক মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন কয়েকটি ছবি প্রকাশ করেছেন পূর্ণিমা। সেখানে দেখা যায়, কালো রঙের শাড়িতে সজ্জিত পূর্ণিমা, সঙ্গে মিলিয়ে গহনা। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন— ‘ব্ল্যাক ইজ মাই হ্যাপি কালার।’
সামাজিক মাধ্যমে ছবি প্রকাশের পর মুহূর্তেই কমেন্টবক্স ভরে ওঠে ভক্ত-অনুরাগীদের প্রশংসায়। অনেকে তার নতুন স্টাইল, মেকআপ ও ফ্যাশন সেন্সেরও প্রশংসা করেছেন। এক নেটিজেন লিখেছেন— ‘আপনি সেই আগের মতোই সুন্দর।’ আরেক নেটিজেন লিখেছেন— ‘বয়স বাড়েনি, দিনে দিনে সুন্দরী হচ্ছেন।’ অন্য আরেক নেটিজেন লিখেছেন— ‘কালোতে আপনি বেশিই সুন্দর।’