আর্কাইভ  শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫ ● ২৯ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৩ ডিসেম্বর ২০২৫
রাজনীতি এখন ভোটের মাঠে

► ঘরে ঘরে ছুটছেন প্রার্থীরা দিচ্ছেন নানান প্রতিশ্রুতি
► গ্রাম থেকে শহরে চলছে সভাসমাবেশ মিছিল
রাজনীতি এখন ভোটের মাঠে

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

আসনভিত্তিক ছবিসহ ভোটার তালিকা ছাপাতে ইসির নির্দেশ

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

দেশের কল্যাণে ঐকবদ্ধ না হলে দেশ ধ্বংস হয়ে যাবে: তারেক রহমান

ওসমান হাদির ওপর হামলাকারীর তথ্য চেয়ে ডিএমপির অনুরোধ

ওসমান হাদির ওপর হামলাকারীর তথ্য চেয়ে ডিএমপির অনুরোধ

মেসির সঙ্গে ছবি পোস্ট, শুভশ্রীর ওপর ক্ষুব্ধ দর্শক!

শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫, রাত ০৯:০৯

Advertisement

নিউজ ডেস্ক: আর্জেন্টাইন ফুটবলার লিওনেল মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আগুনে জ্বলছে ভারতের কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন! টিকিট কেটে, ভোররাত থেকে ঘণ্টার পর ঘণ্টা লাইনে অপেক্ষা করেও মেসির দর্শনপ্রাপ্তি অধরা। আর সেই রাগে-দুঃখেই ময়দানে আছড়ে পড়েন বিক্ষুব্ধ জনতা।

এককথায় মেসির সফর ঘিরে ‘উত্তপ্ত’ কলকাতা! এমন বিশৃঙ্খল পরিস্থিতিতে ‘মেসি সাক্ষাতে’র ছবি পোস্ট করে সামাজিকমাধ্যমে রোষানলে শুভশ্রী।

শনিবার টলিউড ইন্ডাস্ট্রির প্রতিনিধি হিসেবে যুবভারতীতে আমন্ত্রিত ছিলেন শুভশ্রী। আগেভাগেই ‘লেডি সুপারস্টার’-এর উপস্থিতির কথা জানা গিয়েছিল। নির্ধারিত সময়ে ‘ফুটবলের রাজপুত্র’কে স্বাগত জানাতে মাঠে পৌঁছন অভিনেত্রী। সাক্ষাতের পর মেসি, সুয়ারেজের মধ্যমণি ফটোশিকারিদের ক্যামেরায় হাসিমুখে পোজও দিতে দেখা যায় শুভশ্রীকে। ছবিগুলো শেয়ার করেই ট্রোলের শিকার হতে হল নায়িকাকে।

অভিনেত্রীর শেয়ার করা হাসিখুশি ছবি দেখে মেসি ভক্তদের রাগ আরও বেড়ে যায়। কারও কটাক্ষ, ‘জনতার টাকায় আপনারা ফুটেজ খাচ্ছেন’, কেউ বা আবার শুভশ্রীকে ‘সময়জ্ঞানে’র পাঠ পড়ালেন। তাদের মন্তব্য, ‘যুবভারতী যখন রণক্ষেত্র, তখম এমতাবস্থায় মেসির সঙ্গে ছবি দিয়ে কেন অনুরাগীদের দুঃখ বাড়াচ্ছেন?’

এখানেই শেষ নয়, কেউ কেউ আবার শুভশ্রীর উদ্দেশে প্রশ্ন ছুঁড়েছেন, ‘আপনি ফুটবল খেলা দেখেন বা বোঝেন?’ একাংশ আবার উদ্যোক্তা এবং অভিনেত্রীকে একসঙ্গে কাঠগড়ায় রেখে ক্ষোভ জানিয়ে লেখেন, ‘জনতার চাঁদায় ফূর্তি হচ্ছে!’ এমন নানা মন্তব্যের ভিড় সামাজিকমাধ্যমে।

প্রসঙ্গত, শনিবার নির্ধারিত সময়েই যুবভারতী স্টেডিয়ামে পৌঁছান মেসি। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে এবং ছবি তোলার মাঝে ঢাকা পড়ে যান মেসি। হাসিমুখে গ্যালারির উদ্দেশে হাত নাড়লেও সেটা দেখতে পাননি দর্শক। কারণ কিংবদন্তি ফুটবলারকে ঘিরে রেখেছিল অন্তত ৫০জন।

এদিকে মেসিকে দেখতে না পাওয়ার ক্ষোভের আঁচ করতে পেরেই সম্ভবত নির্ধারিত সময়ের আগে তাকে মাঠ থেকে বের করে নেন আয়োজকরা। তার পর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারেননি ভক্তরা। কেউ মাঠে বোতল ছুঁড়ে, কেউ বা চেয়ার-ব্যারিকেড ভেঙে, পোস্টার পুড়িয়ে ক্ষোভ প্রকাশ করা শুরু করেন।

মন্তব্য করুন


Link copied