আর্কাইভ  শুক্রবার ● ২ জুন ২০২৩ ● ১৯ জ্যৈষ্ঠ ১৪৩০
আর্কাইভ   শুক্রবার ● ২ জুন ২০২৩
 width=
 width=
শিরোনাম: এলপিজির দাম কমল ১৬১ টাকা       পাঁচ মিনিট স্তব্ধ রংপুর       মন্ত্রিসভায় প্রস্তাবিত বাজেট অনুমোদন       লালমনিরহাটে পাটক্ষেতে পড়েছিল অজ্ঞাত নারী, পানি খাওয়ার কিছুক্ষণ পর হলো নিথর       বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নতুন প্রক্টর ও সহকারী প্রক্টর      

আমি বৈবাহিক ধর্ষণের শিকার: বাঁধন

রবিবার, ৪ ডিসেম্বর ২০২২, রাত ১০:২৭

‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’-এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের প্রধান চরিত্রে কাজ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এই মুহূর্তে তিনি শুধু বাংলাদেশ নয় ভারতেও বেশ জনপ্রিয়। তবে এই অভিনেত্রীর জীবন খুব একটা রঙিন ছিল না। শ্বশুরবাড়িতে চূড়ান্ত অত্যাচারিত হতে হয়েছিল তাকে।

বিয়ের পর জোর করে বাঁধনের সঙ্গে শারীরিক সম্পর্কের চেষ্টা করতেন স্বামী। এক সাক্ষাৎকারে এমন তথ্য জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, ‘আমার প্রাক্তন শ্বশুরবাড়ির লোকজন পড়াশোনা করতে দিত না। বন্ধুদের সঙ্গে যোগাযোগ পুরো ছিন্ন করে দিতে বাধ্য করে।’

তিনি আরও বলেন, ‘আমি মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম, এই ভাবেই হয়তো থাকতে হয়। অনেকেই উপদেশ দিয়েছিলেন, এই সব সমস্যার সমাধান হলো বাচ্চা। কিন্তু কাউকে বোঝাতে পারিনি, আমি বৈবাহিক ধর্ষণের শিকার।’

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাঁধনের ছবি মনোনীত হওয়ার পর থেকেই ইন্ডাস্ট্রিতে তার দাম আকাশছোঁয়া। কিন্তু শুরুটা এমন ছিল না। তাই সেই ভুল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সব অশান্তি আর ঝামেলা অবসান করে নিজের পড়াশোনাও শেষ করেন বাঁধন। বর্তমানে মেয়েকে নিয়ে এখন বাঁধনের শান্তির সংসার। বেশ ভালোই আছেন তিনি।

মন্তব্য করুন


Link copied