আর্কাইভ  বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫ ● ১৭ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

দেশে এমন জানাজা আগে দেখেনি কেউ

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

নিজ হাতে মাকে শায়িত করলেন তারেক রহমান

যতদূর চোখ যায় মানুষ আর মানুষ

যতদূর চোখ যায় মানুষ আর মানুষ

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, শেখ হাসিনা হেরেছিলেন ৩ আসনে

নির্বাচনে কখনো হারেননি খালেদা জিয়া, শেখ হাসিনা হেরেছিলেন ৩ আসনে

রংপুরে বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা নামাজ

বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৬:০৩

Advertisement

মমিনুল ইসলাম রিপন: রংপুরে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজার নামাজ হয়েছে। বিএনপি’র প্রতিষ্ঠাকালীন সদস্য রিটা রহমানের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) বাদ যোহর কালেক্টরেট ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত গায়েবানা জানাজার নামাজে ইমামতি করেন নজিরহাট বায়তুল ফালাহ জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ হামিদুল ইসলাম। 

এতে অংশ নেন, মহানগর বিএনপির অন্যতম সদস্য কাওছার জামান বাবলা, রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ রাজনৈতিক ও সামাজিক, পেশাজীবী, ব্যবসায়ী ও স্বেচ্ছাসেবী সংগঠনের বিভিন্ন পর্যায়ের ২ হাজারের বেশি নেতাকর্মী। 

গায়েবানা জানাজা শেষে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়। 

ঢাকায় বেগম খালেদা জিয়ার জানাজার নামাজে অংশ নিতে না পারা নেতাকর্মীরা রংপুরে গায়েবানা জানাজার ব্যবস্থা করায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় আপোসহীন নেত্রীর চিরবিদায়ে গভীর শোক প্রকাশ করেছে রংপুর প্রেসক্লাবসহ বিভিন্ন সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দরা। 

এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুরে সর্বস্তরের মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকালে নগরীর গ্রান্ড হোটেল মোড়স্থ দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ ও কোরআন খতমের আয়োজন করে দলটি। 

এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রংপুর জেলা জুড়ে শোক ব্যানার টাঙ্গানো, সড়কের গুরুত্বপূর্ণ স্থানে মাইকে কোরআন তেলাওয়াত প্রচারের ব্যবস্থা করা হয়েছে। 

রাষ্ট্রীয় শোক ঘোষণা হওয়ায় বেগম খালেদা জিয়ার জানাজার আগ পর্যন্ত নগরীর ওষুধ ও খাবারের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ রেখেছিল ব্যবসায়ীরা। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরে অনেকটা সুনসান নিরবতা ছিল।

মন্তব্য করুন


Link copied