রংপুর, ১৫ই পৌষ (৩০শে ডিসেম্বর): আসন্ন থার্টি ফার্স্ট নাইট, ২০২৫ উদ্যাপন উপলক্ষ্যে রংপুর মেট্রোপলিটন এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিশ্চিতকরণে বিশেষ গণবিজ্ঞপ্তি জারি করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ৩১শে ডিসেম্বর (বুধবার), ২০২৫ খ্রি. সন্ধ্যা ৬ টা হতে ১লা জানুয়ারি (বৃহস্পতিবার), ২০২৬ খ্রি. রাত ১২ টা পর্যন্ত রংপুর মেট্রোপলিটন এলাকায় জনসমাবেশ, আনন্দ র্যালি, সভা, মিছিল, গান-বাজনা, ঢাক-ঢোল এবং লাউড স্পিকারের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। এছাড়াও আতশবাজি, পটকাবাজি, ক্ষার জাতীয় বা বিস্ফোরক দ্রব্যসহ অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন এবং ফোটানোর ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
উল্লেখ্য, রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ মজিদ আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।