আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩ ● ৯ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৩ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: প্রাথমিক শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ       চাঁদ দেখা যায়নি, রোজা শুরু শুক্রবার       বজ্রপাত রোধে আলোর মুখ দেখেনি তালগাছ রোপণ প্রকল্প: রংপুরে  প্রতিমন্ত্রী        অনিয়ম হলে গাইবান্ধার মতো জাতীয় নির্বাচনও বাতিল করবে ইসি       কুড়িগ্রামে মর্টারশেল বিস্ফোরণে এক ব্যক্তির ডান পায়ের গোড়ালী বিচ্ছিন্ন       
 width=

উদ্বোধন হলো মডেল গোড়গ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র

মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২, বিকাল ০৬:২৫

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে নীলফামারী সদরে মডেল উপ-স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার(৮ নভেম্বর) দুপুরে গোড়গ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্র চত্ত্বরে  কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর কবির।
এসময় উপজেলা স্বাস্থ্য বিভাগ ও টিআইবি সনাক (সচেতন নাগরিক কমিটি) আয়োজিত নাগরিক সমাবেশে সভাপত্বি করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল। বিশেষ অতিথির বক্তৃতা দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সনাক সভাপতি তাহমিনুল হক, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুব জর্জ, সনাকের সহসভাপতি মিজানুর রহমান লিটু প্রমুখ।
প্রধান অতিথির বক্তৃতায় সিভিল সার্জন মো. জাহাঙ্গীর কবির বলেন, ‘নাগরিক সমাজ বিশেষত সনাকের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ইউনিয়ন পর্যায়ে প্রাথমিক সেবা শতভাগ নিশ্চিতে আজ থেকে এ উপ-স্বাস্থ্য কেন্দ্রটি মডেল স্বাস্থ্য কেন্দ্র হিসেবে কাজ করবে। উপ-স্বাস্থ্য কেন্দ্রটিকে মডেল হিসেবে তৈরির জন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।’
তিনি বলেন, ‘উপ-স্বাস্থ্য কেন্দ্রটির অভিভাবক স্থানীয় জনগণ। অভিভাবক হিসেবে সকলের দায়িত্ব স্বাস্থ্য কেন্দ্রটির দেখাশোনা করা, কেন্দ্রের সম্পদ রণাবেকণ করা, পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সহযোগিতা করা। আমাদের সকলকে আগে নিজেদের আচরণ পরিবর্তন করতে হবে, সেবাগ্রহীতা ও সেবাপ্রদানকারী উভয়কে সহনশীল হতে হবে।’
সনাকের সভাপতি তাহমিনুল হক জানান, প্রান্তিক পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিতে সনাক দীর্ঘদিন ধরে স্বাস্থ্য বিভাগের সঙ্গে এডভোকেসি করে আসছে সনাক। গোড়গ্রাম ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রকে মডেল স্বাস্থ্য কেন্দ্র করার দাবি ছিল এলাকাবাসীর। স্বাস্থ্য বিভাগ ইউনিয়ন পর্যায়ে একজন চিকিৎসা কর্মকর্তা পদায়ন এবং মডেল উপ-স্বাস্থ্য কেন্দ্র ঘোষণা করে সে দাবি পূরণ করেছে।
দুই ঘন্টাব্যাপী অনুষ্ঠিত সমাবেশে নারী, কিশোর-কিশোরী, বৃদ্ধসহ সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় তারা স্বাস্থ্য বিভাগের কাছে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিতের দাবি জানান। 

মন্তব্য করুন


Link copied