আর্কাইভ  বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫ ● ১১ পৌষ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ২৫ ডিসেম্বর ২০২৫
দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন

দেশে ফিরে তারেক রহমান তিন দিন কোথায় যাবেন, কী করবেন

৭৬১ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজী রফিক!

৭৬১ কোটি টাকার ঋণের বোঝা মাথায় নিয়ে ভোটের মাঠে কাজী রফিক!

৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

মাধ্যমিক বিদ্যালয়
৮ম শ্রেণির ৬৭ শতাংশ বই প্রস্তুত হয়নি, প্রাথমিকের শতভাগ সরবরাহ

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

দিনাজপুর-সদর আসনে খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ 

একাই ৪ আসনে মনোনয়নপত্র তুললেন তিনি

বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, বিকাল ০৫:৪৫

Advertisement

নিউজ ডেস্ক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটে চমক দেখালেন সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম। একাই জেলার চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র সংগ্রহ করে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছেন তিনি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে বাগেরহাট-৩ আসনের (রামপাল-মোংলা) মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। তার অনুসারীরা এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর আগে তিনি বাগেরহাট-১ (ফকিরহাট-মোল্লাহাট-চিতলমারী), বাগেরহাট-২ (সদর-কচুয়া) এবং বাগেরহাট-৪ (শরণখোলা-মোরেলগঞ্জ) আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন। সর্বশেষ বাগেরহাট-৩ আসন যুক্ত হওয়ায় চারটি আসনেই তাঁর মনোনয়ন সংগ্রহ সম্পন্ন হলো।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে এম এ এইচ সেলিমের ছেলে মেহেদী হাসান বলেন, ‘আমরা চারটি আসন থেকেই মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আমার আব্বার জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন বাগেরহাটবাসীর সেবা করতে পারি।’

নি আরও জানান, মনোনয়নপত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে নাকি কোনো দলের হয়ে নেওয়া হয়েছে—সে বিষয়ে পরে জানানো হবে।

এদিকে বাগেরহাট-১, বাগেরহাট-২ ও বাগেরহাট-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে স্থানীয় নেতাকর্মীরা বিক্ষোভ, মশালমিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। বাগেরহাট-১ ও বাগেরহাট-৪ আসনের ক্ষেত্রে বিএনপির মনোনীত দুই প্রার্থী সাবেক আওয়ামী লীগের নেতা বলে উল্লেখ করে তাদের প্রত্যাখ্যানের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।

মন্তব্য করুন


Link copied