আর্কাইভ  সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫ ● ৮ পৌষ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

পরীক্ষা ছাড়াই রিপোর্ট
পুরুষও যখন গর্ভবতী দুর্নীতিতে অসুস্থ চিকিৎসা খাত

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

স্পার নামে অবাধে অনৈতিক কারবার

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

ভূতুড়ে বাড়ি এফডিসি কি পারবে ঘুরে দাঁড়াতে

কঙ্গোয় জাতিসংঘ পদকে ভূষিত হলো বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্ট

শুক্রবার, ১৩ জানুয়ারী ২০২৩, বিকাল ০৭:৫৫

Advertisement

বিশেষ প্রতিনিধি॥ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে অবদান রাখায় ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে (ডিআর কঙ্গো) বাংলাদেশ পুলিশের কন্টিনজেন্টকে জাতিসংঘ পদকে ভূষিত করা হয়েছে। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) কঙ্গোর রাজধানী কিনসাসার ইনকালে বানফু ১-এর ক্যাম্পের একটি প্যারেড অনুষ্ঠানের মাধ্যমে কন্টিনজেন্টের সব সদস্যকে জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত করেন কঙ্গোয় নিয়োজিত মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ। পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে শান্তিরক্ষা দলের সবাইকে তিনি এই পদক পড়িয়ে দেন। 
ডি আর কঙ্গো (নারী) বানফু ১-এর কমান্ডার নাজমুন নাহার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, পদক প্রদান প্যারেডে উপস্থিত মনুস্কো পুলিশ কমিশনার জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অবদানকে অত্যন্ত দায়িত্বশীল গৌরবময় ও অতিগুরুত্বপূর্ণ বলে অভিহিত করেন। নারীর মতায়নে একটি আদর্শ সূচক হলো শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বানফু ১, রোটেশন ১৫-এর এই নারী কন্টিনজেন্ট। 
মনুস্কো পুলিশ কমিশনার মোডি বেরেথ বলেন, বিশ্বের যেখানেই শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হয়েছে, সেখানেই জাতিসংঘ তার শান্তি ও সাহায্য-সামর্থ্য নিয়ে এগিয়ে এসেছে। আর এই দীর্ঘ পথ চলায় বাংলাদেশ পুলিশ শুরু থেকেই অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
বাংলাদেশ পুলিশের নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার ভূয়সী প্রশংসা করেন তিনি। পরিশেষে এই পর্যন্ত যারা এই শান্তিরক্ষা কার্যক্রমে তাদের জীবন আত্মোৎসর্গ করেছেন, তাদের আত্মার শান্তি কামনা করেন তিনি।

উল্লেখ যে, ২০২২ সালের ৩ জানুয়ারি থেকে আদ্যবদি এই কন্টিনজেন্ট ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনসাসায় জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত আছে। ১৮০ জনের এই রোটেশনটি ১৫তম কন্টিনজেন্ট এবং এটিই বাংলাদেশের একমাত্র শান্তি রা নারী কন্টিনজেন্ট।

মন্তব্য করুন


Link copied