আর্কাইভ  বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪ ● ২৮ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ       এসএসসির সময়সূচি প্রকাশ, পরীক্ষা শুরু ১০ এপ্রিল       বড়পুকুরিয়া খনির ১৪১৪ ফেইস থেকে উত্তোলিত কয়লা ৪.৮১ লক্ষ টন       রংপুরে অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ       রংপুর জেলা ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির শপথ গ্রহন      

 

কর ফাঁকির মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, বিকাল ০৭:৪৪

নিউজ ডেস্ক:  সম্পদের তথ্য প্রদর্শন না করার অভিযোগে করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অব্যাহতি দিয়েছেন আদালত।

বুধবার ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক রেজাউল করিম এ অব্যাহতির আদেশ দেন। 

আদালত সূত্রে জানা গেছে, মামলাটি অভিযোগ গঠন শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে মামলার বাদীর আনা অভিযোগ কাল্পনিক ও সৃজনকৃত উল্লেখ করেন বিচারক।

পরে এ মামলা থেকে তারেক রহমানকে অব্যাহতি দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৮ জুলাই উপ-কর কমিশনার সামিয়া আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে তারেক রহমানের বিরুদ্ধে ২০০২ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিভিন্ন খাত থেকে এক কোটি ৪৭ হাজার টাকা আয় করেন। তবে তিনি আয় বাবদ ২৬ লাখ ৮৬ হাজার টাকা কর ফাঁকি দিয়েছেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।

বিডি প্রতিদিন/একেএ

মন্তব্য করুন


 

Link copied