আর্কাইভ  বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫ ● ২০ অগ্রহায়ণ ১৪৩২
আর্কাইভ   বৃহস্পতিবার ● ৪ ডিসেম্বর ২০২৫
ঢাকায় আসছেন জোবাইদা রহমান

ঢাকায় আসছেন জোবাইদা রহমান

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফ এর গুলিতে ১ জন নিহত

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

দিনাজপুরে বাসচাপায় অটোভ্যানের দুই নারী যাত্রী নিহত: আহত-৬

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

কুড়িগ্রামে ভ্যান ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাছ ব্যবসায়ীর মৃত্যু

মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫, বিকাল ০৬:২৭

Advertisement

তুহিন আলম মুকুল: কুড়িগ্রামের রাজিবপুরে ভ্যানগাড়ি ও কাকড়া (ট্রলি) গাড়ির মুখোমুখি সংঘর্ষে রাশেল মিয়া (১৯) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী স-মেল মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাশেল মিয়া রাজিবপুর সদর ইউনিয়নের বালিয়ামারী ব্যাপারীপাড়া গ্রামের মৃত আমজাদ হোসেনের কনিষ্ঠ পুত্র।

এ ঘটনায় জয়নাল আবেদীন (৩৮) নামে একই গ্রামের আজাহার আলীর পুত্র গুরুতর আহত হন। তাঁকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বড়াইডাঙ্গী এলাকায় সিমেন্টবোঝাই একটি ট্রলি বিপরীত দিক থেকে আসা মাছবোঝাই ভ্যানের মুখোমুখি ধাক্কা খেলে উভয় চালক গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাশেলকে মৃত ঘোষণা করেন।

এদিকে, দুর্ঘটনাকবলিত ট্রলি গাড়িটি পুলিশ জব্দ করেছে। তবে চালক পলাতক রয়েছেন। গাড়ির মালিক হিসেবে স্থানীয় রফিকুল ইসলামের নাম জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, অপ্রশিক্ষিত ও অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে অবৈধ কাকড়া গাড়ি চলাচলের কারণে এমন দুর্ঘটনা প্রায়ই ঘটছে। কয়েক মাস আগেও একই গাড়ির চালক এক পথচারীকে চাপা দিয়ে হত্যা করলে ১১ লাখ টাকায় বিষয়টি মীমাংসা হয় বলে জানা যায়। এবারে নিহত রাশেলের ঘটনাও তিন লাখ টাকায় ‘সমঝোতার’ মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

চর রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, “বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলে শুনেছি। তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

মন্তব্য করুন


Link copied