আর্কাইভ  মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত       বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই বোন-ভাই নিহত       বুড়িতিস্তা সেচ প্রকল্প বাতিল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে কৃষকদের মানববন্ধন       নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন       ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির      

 

কু‌ড়িগ্রা‌মে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে ট্রাকচাপায় প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

শুক্রবার, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, রাত ১০:৪৩

কু‌ড়িগ্রা‌ম: কু‌ড়িগ্রা‌ম শহ‌রের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ‍দুই কিশোর মারা গে‌ছে। শুক্রবার (২৩ ফেব্রুয়া‌রি) সন্ধ‌্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রা‌ন্তে মা‌টিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে।

সদর থানার প‌রিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও নিহত‌দের পা‌রিবা‌রিক সূত্র এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন। নিহত দুই কিশোর হলো- সাদমান সা‌দিক (১৬) ও হাজ্জাজ বিন হিমু (১৬)। নিহত সা‌দিক শহ‌রের বা‌নিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়া‌হে‌দের ছে‌লে। হিমু শহ‌রের মোল্লাপাড়া এলাকার নুর ইসলাম ও হা‌লিমা হিরা দম্প‌তির ছে‌লে। তারা দুজনই শহ‌রের পৃথক দু‌টি স্কু‌লের দশম শ্রেণির শিক্ষার্থী ব‌লে জানা গে‌ছে।

নিহ‌ত সা‌দি‌কের খালা‌তো ভাই রোমান জানান, সন্ধ‌্যার পর হিমু ও সা‌দিক মোটরসাইকেলে ক‌রে ধরলা ব্রিজের পূর্ব প্রা‌ন্তে চা খাওয়ার জন্য যা‌চ্ছিল। এ সময় মা‌টিকাটা মো‌ড়ে বিপরীত দিক থে‌কে আসা এক‌টি মালবাহী ট্রাক তা‌দের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তা‌দের উদ্ধার ক‌রে কু‌ড়িগ্রাম জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে গেলে দা‌য়িত্বরত চি‌কিৎসক সা‌দিক‌কে মৃত ঘোষণা ক‌রেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তা‌কে রংপুর মে‌ডিক্যাল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়। সেখা‌নে নেওয়ার পর তারও মৃত‌্যু হয়।

পু‌লিশ প‌রিদর্শক আবু সাঈদ ব‌লেন, ‘কয়লা বোঝাই ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘ‌টে। চালক পা‌লি‌য়ে গে‌ছে। ট্রাক‌টি জব্দ ক‌রে থানায় নেওয়া হ‌য়ে‌ছে। এ ব‌্যাপা‌রে আইনগত ব‌্যবস্থা নেওয়া হ‌বে।’

মন্তব্য করুন


 

Link copied