কুড়িগ্রাম: কুড়িগ্রাম শহরের ধরলা ব্রিজ সংলগ্ন এলাকায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর মারা গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ধরলা ব্রিজের পশ্চিম প্রান্তে মাটিকাটা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ ও নিহতদের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুই কিশোর হলো- সাদমান সাদিক (১৬) ও হাজ্জাজ বিন হিমু (১৬)। নিহত সাদিক শহরের বানিয়াপাড়া এলাকার আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহেদের ছেলে। হিমু শহরের মোল্লাপাড়া এলাকার নুর ইসলাম ও হালিমা হিরা দম্পতির ছেলে। তারা দুজনই শহরের পৃথক দুটি স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে।
নিহত সাদিকের খালাতো ভাই রোমান জানান, সন্ধ্যার পর হিমু ও সাদিক মোটরসাইকেলে করে ধরলা ব্রিজের পূর্ব প্রান্তে চা খাওয়ার জন্য যাচ্ছিল। এ সময় মাটিকাটা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে দুই বন্ধু গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাদিককে মৃত ঘোষণা করেন। হিমুর অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর তারও মৃত্যু হয়।
পুলিশ পরিদর্শক আবু সাঈদ বলেন, ‘কয়লা বোঝাই ট্রাকচাপায় এ দুর্ঘটনা ঘটে। চালক পালিয়ে গেছে। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’