আর্কাইভ  মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪ ● ৭ কার্তিক ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ২২ অক্টোবর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: উত্তরবঙ্গে ঘনিয়ে আসছে শীত; তাপমাত্রা ১৭.৮       আড়াই শতাধিক এসআইকে অব্যাহতি       প্রবাসী সরকার: কী বলছে আ.লীগ ও ভারত       রংপুরে রাষ্ট্রপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল        ব্যারিস্টার সুমন আটক      

 width=
 

খালেদা জিয়াকে কি ‘স্লো পয়জনিং’ করা হয়েছে, প্রশ্ন ফখরুলের

বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১, দুপুর ০৩:২৯

ডেস্ক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘স্লো পয়জনিং’ করা হয়েছে কিনা- এমন প্রশ্ন তুলেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে সরকার অনায়েসে গুম-হত্যা করতে পারে, তাদের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে জাতীয়তাবাদী যুবদলের সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। এ সমাবেশে কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘রাজধানীর এভার কেয়ার হাসপাতালে সিসিইউতে চিকিৎসাধীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। চিকিৎসকরা বলছেন, আমাদের বিদ্যা, জ্ঞান প্রায় সব শেষ। আমরা এখানে (দেশে) এর বেশি কিছু করতে পারব না। তারা (খালেদা জিয়ার চিকিৎসকরা) পরিষ্কার করে বলছেন, অবিলম্বে তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা দিতে হবে। কিন্তু শেখ হাসিনা (প্রধানমন্ত্রী) শুনতে চান না। তার মন্ত্রীরাও বলেন এটা দেওয়া উচিত, আওয়ামী লীগের এমপিরাও বলেন মানবিক কারণে এটা দেওয়া উচিত। সারাদেশে মানুষই বলছে। দেশের সব শ্রেণি-পেশার মানুষ বলছে খালেদা জিয়ার বিদেশে উন্নত চিকিৎসা হোক-তা তারা চাচ্ছেন। কেন তিনি (প্রধানমন্ত্রী) চাচ্ছেন না? কারণ প্রতিহিংসা। তিনি দেশনেত্রী খালেদা জিয়াকে শুধু রাজনীতি থেকে নয়; জীবন থেকে নিশ্চিহ্ন করার চক্রান্ত করছেন। আমরা জানি আন্তর্জাতিকভাবেও তার ওপর চাপ আসছে কোনোটাই তিনি শুনছেন না।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজকে এই দেশের সবচেয়ে সংগ্রামী নেতা আপোসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। জনগণের চোখের ভাষা তিনি বুঝতে পারেন, তিনিই কিন্তু নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা সংবিধানে সংযুক্ত করেছিলেন। বিগত ওয়ান ইলেভেনের চক্রান্তের অংশ হিসেবে গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় সাজা দিয়ে তাকে কারাগারে আটকে রাখা হয়।’

দেশনেত্রীকে স্লো পয়জনিং করা হয়েছিল?

মির্জা ফখরুল বলেন, ‘পুরান ঢাকার পরিত্যক্ত কারাগারে তাকে (খালেদা জিয়াকে) প্রায় দুই বছর আটকে রাখা হয়। এরপর তাকে রাজধানীর পিজি (বিএসএমএমইউ) হাসপাতালে নিয়ে আসা হয়, যেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়নি। এই যে তার ভেতরে যে রোগের সূত্রপাত হয়েছিল, সবার মনে প্রশ্ন, সেদিন কি দেশনেত্রীকে স্লো পয়জনিং করা হয়েছিল? এদের পক্ষে কিছুই অসম্ভব নয়। যারা জোর করে আগের রাতে ভোট ডাকাতি করে, ভোট না করে ক্ষমতা দখল করে থাকতে পারে এবং যারা অবলীলায় ৩৫ লাখ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করতে পারে, গণতন্ত্রকামী নেতাকর্মীদের গুলি করে হত্যা করতে পারে, সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীসহ পাঁচ শতাধিক মানুষকে গুম করতে পারে তাদের পক্ষে কিছুই অসম্ভব নয়।’

মন্তব্য করুন


 

Link copied