আর্কাইভ  মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫ ● ১৬ পৌষ ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
রংপুরের ৬টি আসনে ৫৬ জনের মনোনয়ন দাখিল

রংপুরের ৬টি আসনে ৫৬ জনের মনোনয়ন দাখিল

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জিএম কাদের

রংপুর-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জিএম কাদের

কুড়িগ্রামে ৪টি সংসদীয়  আসনে ৩০ জনের মনোনয়ন জমাদান

কুড়িগ্রামে ৪টি সংসদীয় আসনে ৩০ জনের মনোনয়ন জমাদান

ঠাকুরগাঁওয়ের ৩ সংসদীয় আসনে ২৪ জনের মধ্যে মনোনয়ন দাখিল করলেন ২১ জন

ঠাকুরগাঁওয়ের ৩ সংসদীয় আসনে ২৪ জনের মধ্যে মনোনয়ন দাখিল করলেন ২১ জন

গ্রাহকের ৫০ লাখ টাকা নিয়ে উধাও পোস্টমাস্টার!

মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, সকাল ০৯:৪৭

Advertisement

রাজশাহী: রাজশাহীর তানোর উপজেলায় ডিজিটাল পোস্ট অফিসে গ্রাহকের প্রায় ৫০ লাখ টাকা লোপাট করে গা ঢাকা দিয়েছেন পোস্টমাস্টার মকসেদ আলী। এ ঘটনায় রাজশাহীর ডাক বিভাগের পরিদর্শক মজিবুর রহমান বাদী হয়ে তানোর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

সোমবার (১৮ মার্চ) এ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন রাজশাহী আঞ্চলিক ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ মনিরুজ্জামান।

তিনি জানান, গ্রাহকের অভিযোগের পরিপ্রেক্ষিতে ডাক বিভাগের অভ্যন্তরীণ তদন্ত চলছিল। টাকা গায়েবের ঘটনার বিষয়ে সত্যতা পাওয়ায় তানোর ডিজিটাল পোস্ট অফিসের পোস্টমাস্টার মকসেদ আলীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তবে অনেক গ্রাহক তাদের টাকার বিষয়টি জানতেন না। তাই মাইকিং করে সব গ্রাহককে তাদের হিসাব বইসহ আসতে বলা হয়েছে। সোমবার পর্যন্ত ৩৩ লাখ টাকার নয়-ছয়ের তথ্য পাওয়া গেছে। প্রায় ৫০ লাখ টাকা সরানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। 

এ দিকে, মকসেদ আলীকে সাময়িকভাবে চাকরি থেকে বরখাস্ত করা হলেও তদন্ত সহযোগিতা করতে অফিসিয়াল চিঠি দেয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৪ মার্চ) পর্যন্ত তিনি তদন্ত কমিটিকে সহযোগিতা করলেও এখন আত্মগোপনে চলে গেছেন। গেল সোমবার অফিসে উপস্থিত থাকতে বলা হলেও উপস্থিত হননি। ফোনও বন্ধ রেখেছেন।

এ বিষয়ে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন


Link copied