আর্কাইভ  সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫ ● ৮ পৌষ ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২২ ডিসেম্বর ২০২৫
শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিন

শিক্ষার্থীদের আন্দোলনে পদত্যাগ করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৬ ডিন

আজ বছরের সবচেয়ে ছোট দিন

আজ বছরের সবচেয়ে ছোট দিন

আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ থাকতে হবে : তারেক রহমান

বছরের দীর্ঘতম রাত আজ, কিভাবে কাটাবেন?

বছরের দীর্ঘতম রাত আজ, কিভাবে কাটাবেন?

গ্লোবাল সুপার লিগে সুপার ওভারে হারল রংপুর

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, দুপুর ০৩:৪৫

Advertisement

নিউজ ডেস্ক:  গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হুকসের কাছে সুপার ওভারে হেরেছে বাংলাদেশের রংপুর রাইডার্স।

বৃহস্পতিবার গায়ানায় হ্যাম্পশায়ার নির্ধারিত ২০ ওভারে করে ১৩২ রান। পাকিস্তানের শান মাসুদ দলটির হয়েছে করেন ৪১ বলে সর্বোচ্চ ৫৬ রান। রংপুরের হয়ে ইংল্যান্ডের জ্যাক চ্যাপেল ২৩ রানে নেন ৫ উইকেট। যুক্তরাষ্ট্রে হারপ্রিত সিং পান ২ উইকেট।

জবাব দিতে নেমে স্টিভেন টেইলর আর সৌম্য সরকার মিলে এনেছিলেন ভালো শুরু। ওভার প্রতি রান আনছিলেন ১০ করে। পঞ্চম ওভারে ১২ বলে ২ চার, ২ ছক্কায় ২০ করে ফেরেন টেইলর। দলের হয়ে ২০ বলে সর্বোচ্চ ২৭ করে এরপর ফিরে যান সৌম্যও।

পরে আর কেউ ইনিংস টেনে নিতে পারেননি। অধিনায়ক নুরুল হাসান সোহান ২৩ বলে ২৪, খুশদিল শাহ ২০ বলে করেন ২৫ রান। রংপুর ২০ ওভারে ৮ উইকেটে থামে ওই ১৩২ রান। টাই হওয়ার পর ম্যাচ গড়ায় সুপার ওভারে।

এরপর সুপার ওভারে রংপুরের হয়ে ব্যাট করতে নামেন খুশদিল শাহ ও স্টিভেন টেলর। একটি ছক্কাসহ ছয় বলে মোট ১২ রান নেন তারা। বোলিংয়ের দায়িত্ব যায় জ্যাক চ্যাপেলের কাছে। প্রথম বলেই তাকে ছক্কা হাঁকান জেমস ফুলার। পরের বলে অবশ্য বোলারের হাতেই ক্যাচ দেন তিনি। তৃতীয় ও চতুর্থ বলে এক রান করে আসে। পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতান হ্যাম্পশায়ারের ডওসন।

আগামী ১ ডিসেম্বর নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার ক্লাব ভিক্টোরিয়ার বিপক্ষে লড়বে রংপুর।

মন্তব্য করুন


Link copied