আর্কাইভ  মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪ ● ১৯ অগ্রহায়ণ ১৪৩১
আর্কাইভ   মঙ্গলবার ● ৩ ডিসেম্বর ২০২৪
 
 width=
 
 
 width=
 
শিরোনাম: বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত       বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নীলফামারীতে দুই বোন-ভাই নিহত       বুড়িতিস্তা সেচ প্রকল্প বাতিল ও মিথ্যে মামলা প্রত্যাহারের দাবীতে নীলফামারীতে কৃষকদের মানববন্ধন       নিত্যপণ্যের মুল্য বৃদ্ধির প্রতিবাদে নীলফামারীতে ক্যাবের মানববন্ধন       ছেলেদের সঙ্গে কথা বলতে ভয় লাগে মাহির      

 

ঘন কুয়াশায় সৈয়দপুরে বিমান চলাচল বন্ধ

বুধবার, ১০ জানুয়ারী ২০২৪, দুপুর ০৩:১৯

ডেস্ক: কুয়াশার কারণে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা সাময়িক বন্ধ রয়েছে। ঢাকা-সৈয়দপুর- ঢাকা রুটে বুধবার দুপুর ১টা পর্যন্ত কোনো ফ্লাইট অবতরণ করেনি। এতে বিমানবন্দরে ঢাকাগামী বেসরকারি চারটি এয়ারলাইন্সের সাড়ে তিন শতাধিক যাত্রী আটকা পড়েছেন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা নেই বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ। 

সৈয়দপুর বিমানবন্দরের আবহাওয়া কর্মকর্তা লোকমান হোসেন বলেন, মধ্যরাত থেকে ঘন কুয়াশায় ঢাকা পড়েছে বিমানবন্দর এলাকা। দুপুর ১টায় রানওয়েতে দৃষ্টিসীমা ছিল মাত্র ৮০০ মিটার, যা বিমান উঠানামার জন্য যথেষ্ট নয়। বিমান ওঠানামার জন্য দৃষ্টিসীমা ২ হাজার মিটার থাকতে হবে। আজকের ঘন কুয়াশা কেটে যেতে বিকেল পর্যন্ত সময় লাগতে পারে। এছাড়া এ অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।

বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ জানান, ঘন কুয়াশার কারণে এখন পর্যন্ত চারটি বিমান উঠানামা করেনি। ফলে সাড়ে তিন শতাধিক যাত্রী আটকে পড়েছেন। তবে কোনো ফ্লাইট বাতিলের আশঙ্কা এখনো নেই। বিকেলের মধ্যে কুয়াশা কেটে গেলে বিমান চলাচল স্বাভাবিক হবে।

মন্তব্য করুন


 

Link copied