নিউজ ডেস্ক: বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র, ইসকনের সংগঠক ও চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটকের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ চলছে। সোমবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে নগরীর চেরাগী পাহাড় মোড়ে সনাতন সম্প্রদায়ের লোকজন অবস্থান নিয়ে এ বিক্ষোভ করছেন।
বিক্ষোভকারীরা ‘জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জেলের তালা ভাঙবো চিন্ময়কে আনবো, জেগেছেরে জেগেছে সনাতনী জেগেছে’ স্লোগানে আশপাশ সরগরম করে তোলেন। বিক্ষোভের কারণে চেরাগী পাহাড় মোড় সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে লোকজনের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তবে বিক্ষোভকারীদের পাশে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরীসহ বিপুলসংখ্যক পুলিশ অবস্থান করছে। বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতেও দেখা গেছে।
এ বিষয়ে জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মুহাম্মদ ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘পুলিশ সতর্ক অবস্থানে আছে।’
এর আগে, সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারীকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপির ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।
তিনি বলেন, ‘একটি অভিযোগের রিক্যুইজিশনের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। সে অনুযায়ী তাকে নির্ধারিত থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।’