আর্কাইভ  বুধবার ● ৯ জুলাই ২০২৫ ● ২৫ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ৯ জুলাই ২০২৫
এখনও শহীদ মীর মুগ্ধকে অজান্তে খুঁজে ফেরে তার পরিবার

ফিরে দেখা জুলাই বিপ্লব
এখনও শহীদ মীর মুগ্ধকে অজান্তে খুঁজে ফেরে তার পরিবার

রংপুরের  প্রিয় সহ জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

ফিরে দেখা জুলাই বিপ্লব
রংপুরের প্রিয় সহ জুলাই আন্দোলনে নিহত ৬ সাংবাদিক: কেমন আছে তাদের পরিবার

রংপুরে তিনজন সহ গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

ফিরে দেখা জুলাই বিপ্লব
রংপুরে তিনজন সহ গেজেটে নাম নেই ২৩ জুলাই শহীদের, অন্তর্ভুক্তির অপেক্ষায় পরিবার

মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান

ফিরে দেখা জুলাই বিপ্লব
মাদরাসা শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস পালনের আহ্বান

জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন নীলফামারী পৌরসভা,সেরা খেলোয়াড় দীপক

সোমবার, ৩০ জুন ২০২৫, রাত ১২:০০

Advertisement

ইনজামাম-উল-হক নির্ণয়,স্টাফরিপোর্টার,নীলফামারী॥ 
নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের/২০২৫ প্রথম আসরের শিরোপা জিতেছে নীলফামারী পৌরসভা। সোমবার(৩০ জুন) বিকালে নীলফামারী বড় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে সৈয়দপুর উপজেলা পরিষদের পক্ষে সৈয়দপুর সুপার কিংস ফুটবল দলকে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে প্রথম আসরের চ্যাম্পিয়নের ট্রফি অর্জন করে নীলফামারী পৌরসভার পক্ষে নীলফামারী ক্যাপিটালস ফুটবল দল। 

বিকাল সাড়ে ৪টায় ফাইনাল ম্যাচ শুরু হয়। মাঠ ভর্তি ফুটবল প্রেমি দর্শক। প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ, টানটান উত্তেজনা, যাকে বলে হাইভোল্টেজ ম্যাচ।
দুই দলেরই পাল্টা-পাল্টি আক্রোমন ছিল গোল বক্সে। কিন্তু প্রথমার্ধে দুই দলই ব্যর্থ হয় গোল করতে। দর্শকের মধ্যে উৎসাহ ছিল প্রথমার্ধে নীলফামারী ক্যাপিটালসের ৯ নম্বর জার্সি পরিহিত স্ট্রাইকার দীপক রায়ে পায়ে গোল দেখার। দর্শকদের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে(৬৬ মিনিট) দীপক ঝলক দেখিয়ে গোল বক্সে গোল করে।
সেই সাথে টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড় নির্বাচিত হন দীপক।

খেলা শুরুর আগে জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা তাদের নৃত্য পরিবেশন করেন। 
বিকাল ৪টায় ফাইনাল খেলার উদ্ধোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম এনডিসি। ফুটবলের জনপ্রিয়তা তুলে ধরে তিনি বলেন, আগামীতে আরও বড় আসরে এখানে বিভাগীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হবে। একসময় নীলফামারী জেলা ফুটবল খেলার জন্য জনপ্রিয় ছিল। যেমন আমাদের উভয়(পুরুষ ও নারী) জাতীয় ক্রিকেট দলে নীলফামারী জেলার সন্তানরা খেলছে, তেমনি জাতীয় ফুটবল দলেও এজেলার সন্তানরা খেলে দেশের জন্য বড় বড় টুর্নামেন্টে জয় নিয়ে আসবে। তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশ গড়তে হলে সবক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে হবে। ক্রীড়ায় সমৃদ্ধ হতে হবে। আজকের এই টুর্নামেন্টে দর্শকদের ভীড় আমাকে মুগ্ধ করেছে এবং নীলফামারীকে ক্রীড়ায় এগিয়ে নেবে বিশ্বাস করি। 
এরপর কিছুক্ষণ খেলা উপভোগ করে ব্যস্ততা থাকায় রংপুর ফিরে যান বিভাগীয় কমিশনার।

খেলা শেষে চ্যাম্পিয়ান ও রানার আপ দলের হাতে  ট্রপি ও প্রাইজ মানি তুলে তুলে দেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। 
ক্রীড়াঙ্গণে চাঙ্গা ভাব ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে টুর্নামেন্টের উদ্যোক্তা জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, তৃণমুল থেকে ভালো খেলোয়ার বাছাই করণ এবং ফুটবলকে আরো জনপ্রিয় করে তুলতে এই আয়োজন ভালো প্রভাব ফেলেছে। তিনি বলেন, আগামীতে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকল্পনা রয়েছে আমাদের। সেইসাথে জুলাই গণঅভ্যুত্থান ৩৬ জুলাই ঘিরে টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের ঘোষণা দেন তিনি। আগামী ৫আগষ্ট এই টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে বলে জানান উপস্থিত দর্শকদের।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক ও অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ক্রীড়া কর্মকর্তা আবুল হাসেম। এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়, অতিরিক্ত জেলা প্রশাসক ও নীলফামারী পৌরসভার প্রশাসক মো. সাইদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(অর্থ ও প্রশাসন) মোহাম্মদ মোহসিন, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার ও সাধারণ সম্পাদক জহুরুল আলম, জেলা জজ আদালতের সরকারী কৌশুলী(জিপি) এ্যাডভোকেট আবু মোহাম্মদ সোয়েম, নীলফামারী পৌর জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডভোকেট মামুনুর রশিদ পাটোয়ারী ও ব্লিং লেদার প্রোডাক্টস এর মহাব্যবস্থাপক খালিদ আহসান বক্তব্য দেন।

টুর্নামেন্ট পরিচালনা উপ-কমিটির আহবায়ক অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র জানান, তারুণ্যের উচ্ছাসে নতুন বাংলাদেশ গড়ার শপথে এবং মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রত্যয়ে ভালো ফুটবল খেলোয়ার বাছাই করণে প্রথমবারের মতো আয়োজন করা হয় নীলফামারী জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট/২০২৫। প্রথম পর্বেই এর সফলতা ফুটে উঠেছে।
তিনি বলেন, টুর্নামেন্টে আটটি গোল করে সর্বোচ্চ গোলদাতা ও ম্যান অব দি সিরিজ নির্বাচিত হন চ্যাম্পিয়ন দলের দীপক রায়। এছাড়া সেরা খেলোয়ার হিসেবে আল আমীন ও ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হন সুমন রায়।

উল্লেখ যে, গত ২০ জুন /২০২৫  জেলার ছয় উপজেলা এবং নীলফামারী ও সৈয়দপুর পৌরসভা নিয়ে ‘এ ও বি’ দুইটি গ্রুপে চারটি করে মোট ৮টি ফুটবল দলের অংশগ্রহণের শুরু করা হয়েছিল এই টুর্নামেন্টে। অংকুর সীড এন্ড হিমাগার, ব্লিং লেদার প্রোডাক্টস ও সেলিম ফাউন্ডেশনের সহযোগিতায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। 

মন্তব্য করুন


Link copied