আর্কাইভ  রবিবার ● ২৪ আগস্ট ২০২৫ ● ৯ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
জয়ের জটিল সমীকরণ

জয়ের জটিল সমীকরণ

হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

জুলাই-আগস্টে মানবতাবিরোধী অপরাধ
সীমাহীন বর্বরতা
হাসিনার মামলায় ১৬ চানখাঁরপুল মামলায় ৮ জনের সাক্ষ্য শেষ

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

ছুটিতে পাঠানো সেই ১২ বিচারপতি কোথায়?

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

হাসিনার পলায়ন উদযাপনের জনস্রোতে কেন এত গুলি, কেন এতো আক্রোশ

মাইলস্টোন ট্র্যাজেডি:

ডিএনএ পরীক্ষায় দগ্ধ ৫ জনের পরিচয় শনাক্ত

বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, রাত ০৮:৪৭

Advertisement Advertisement

নিউজ ডেস্ক: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আগুনে পুড়ে বিকৃত হয়ে যাওয়া ৫ লাশের পরিচয় শনাক্ত করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ডিএনএ ল্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকালে সিআইডির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সিআইডি জানায়, গত ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ২২ জুলাই সিআইডির ডিএনএ ল্যাবের সদস্যরা ঢাকা সিএমএইচ-এ রক্ষিত অশনাক্ত লাশ ও দেহাংশ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করেন। এসব নমুনা বিশ্লেষণ করে মোট ৫ জন নারীর ডিএনএ প্রোফাইল পাওয়া যায়। সংগৃহীত নমুনা থেকে প্রস্তুতকৃত প্রোফাইল ও ঘটনার পর হতে ২৩ জুলাই পর্যন্ত ৫টি পরিবারের মোট ১১ জন সদস্যের প্রোফাইল বিশ্লেষণ করে ৫টি লাশের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

এর মধ্যে ১টি লাশ ওকিয়া ফেরদৌস নিধির। যার দাবিদার মো. ফারুক হোসেন ও সালমা আক্তার দম্পতি। আরেকটি লাশ লামিয়া আক্তার সোনিয়ার, যার দাবিদার মো. বাবুল ও মাজেদা দম্পতি। আরেকটি লাশ আফসানা আক্তার প্রিয়ার, যার দাবিদার মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার দম্পতি। রাইসা মনির দাবিদার মো. শাহাবুল শেখ ও মিসেস মিম দম্পতি। মারিয়াম উম্মে আফিয়ার দাবিদার আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার দম্পতি।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত, আহত ও নিখোঁজদের তথ্য প্রকাশ করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ জুলাই) এ তথ্য প্রকাশ করা হয়।

এতে বলা হয়, এ দুর্ঘটনায় গুরুতর আহত হন ৫১ জন। এদের মধ্যে ৪০ জন শিক্ষার্থী, সাতজন শিক্ষক, একজন অভিভাবক, একজন আয়া ও একজন পিয়ন রয়েছেন। এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে পাঁচজন, যাদের মধ্যে তিনজন শিক্ষার্থী ও দুইজন অভিভাবক।

মন্তব্য করুন


Link copied