আর্কাইভ  সোমবার ● ৬ অক্টোবর ২০২৫ ● ২১ আশ্বিন ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ৬ অক্টোবর ২০২৫
গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

গ্রেটা থুনবার্গসহ সুমুদ ফ্লোটিলা থেকে আটক ১৭১ জনকে মুক্তি দিল ইসরায়েল

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

মালয়েশিয়ায় ২৪ বাংলাদেশিসহ আটক ৯৭

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

রংপুরে ৩৪ গ্রামের বিশ হাজার পরিবার পানিবন্দি

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

ছাত্রদলে যোগ দিলেন বৈষম্যবিরোধী আন্দোলনের পাঁচ শতাধিক শিক্ষার্থী

কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন হলো মওলানা ভাসানী সেতু, ক্ষুব্ধ কুড়িগ্রামবাসী

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, রাত ০১:১৭

Advertisement

কুড়িগ্রাম : সংযোগ সড়কের কাজ অসমাপ্ত রেখেই উদ্বোধন হয়ে গেল কুড়িগ্রামের চিলমারী-গাইবান্ধার হরিপুরকে সংযুক্ত করা তিস্তা নদীর ওপর নির্মিত ১৪৯০ মিটার দীর্ঘ পিসি গার্ডার মওলানা ভাসানী সেতু। 

একাধিকবার তারিখ পরিবর্তনের পর বুধবার (২০ আগস্ট) দুপুর ১২টায় সেতুটি উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।


গাইবান্ধা হরিপুর অংশের কাজ আগেই শেষ হলেও চিলমারী প্রান্তে প্রায় ২ কিলোমিটার সংযোগ সড়কের মেরামত, কার্পেটিং ও গার্ডওয়াল নির্মাণের কাজ এখনো অসমাপ্ত। এতে উদ্বোধনের আগেই হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েছেন কুড়িগ্রামবাসী।

স্থানীয়রা অভিযোগ করছেন, সড়কের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি হয়েছে। ঠিকাদারের গাফিলতির কারণে কাজের ধীরগতি দেখা দিয়েছে। সড়কের মানও নিম্নমানের হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন এলাকাবাসী। তাদের আশঙ্কা, ভারী যানবাহন চলাচল শুরু হলে সড়ক দ্রুত নষ্ট হয়ে যাবে।

চিলমারীর বাসিন্দা সোহেল, আকবর ও আকিবুল জানান, সামান্য বৃষ্টিতেই সড়ক ভেঙে যাচ্ছে। তাহলে ভারী বাস-ট্রাক চলাচল করলে এর অবস্থা কী হবে!
 
চিলমারীর শিক্ষক আশিক ইকবাল বলেন, ‘কাজ শেষ না হওয়ার দায় কুড়িগ্রাম এলজিইডির। তারা কোনোভাবেই দায় এড়াতে পারে না।’

স্থানীয় বাসিন্দা রাজ্জাক বলেন, ‘আসলে বলার কিছু নাই, সড়কের সঙ্গে সেতুর বন্ধন আর সেই সড়কের কাজ সমাপ্ত না করে সেতুর উদ্বোধন এটি কেমন কথা।’

রমনা ইউপি চেয়ারম্যান গোলাম আশেক আকা বলেন, ‘গাইবান্ধা অংশের কাজ দ্রুত শেষ হলেও চিলমারীতে নানা অজুহাত দেখানো হয়েছে। এটি দুঃখজনক।’

এ বিষয়ে কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইফনুছ হোসেন বিশ্বাস বলেন, ‘বৈরী আবহাওয়ার কারণে কাজ শেষ হয়নি। আবহাওয়া অনুকূলে এলেই দ্রুত কাজ শেষ করা হবে। কোনো অনিয়ম হয়ে থাকলে সেটিও খতিয়ে দেখা হবে।’

মন্তব্য করুন


Link copied