আর্কাইভ  বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫ ● ১০ পৌষ ১৪৩২
আর্কাইভ   বুধবার ● ২৪ ডিসেম্বর ২০২৫
দাদির কোলে ছবি দিয়ে জাইমার দেশে ফেরার বার্তা, রাজনীতিতে আসার ইংগিত

দাদির কোলে ছবি দিয়ে জাইমার দেশে ফেরার বার্তা, রাজনীতিতে আসার ইংগিত

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

তারেক রহমানের দেশে ফেরা: ১০ রুটে বিশেষ ট্রেন

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

টার্গেট কিলিংয়ের আতঙ্ক

চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

আইএমআই নম্বর পরিবর্তনে শক্তিশালী চক্র
চোরাই ফোন ব্যবসার এপার-ওপার নেটওয়ার্ক সিলেট

ডিমলায় অবৈধভাবে ভারতে প্রবেশের সময় চার যুবক আটক

বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪, রাত ০৮:২৩

Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর ডিমলা উপজেলায় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করায় চার জন যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ৫১ রংপুর ব্যাটালিয়ন। উপজেলার পশ্চিম ছাতনাই কালিগঞ্জ সীমান্তের নামাজী পাড়া এলাকার থেকে তাদের আটক করা হয়। ৫১ বিজিবির পক্ষে মামলার প্রক্রিয়া শেষে বৃহ¯পতিবার(৩ অক্টোবর) বিকালে আটককৃতদের ডিমলা থানা পুলিশের কাছে হন্তান্তর করা হয়।  
আটককৃতরা হলেন- দিনাজপুর জেলার খানসামা উপজেলার কায়েমপুর এলাকার প্রমোত চন্দ্র রায়ের ছেলে খনিজ চন্দ্র রায় (২৬),  দুর্গা রায়ের ছেলে তপন রায় (২১), বিমল চন্দ্র রায়ের ছেলে ছন্দ রায় (২১) ও কৃষ্ণ চন্দ্র রায়ের ছেলে রনজিৎ চন্দ্র রায় (২১)। 
মামলার এজাহার সূত্রে জানা গেছে, বুধবার(২ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে উপজেলার কালিগঞ্জ বিওপির সীমান্ত পিলার ৭৯৪/১০-এস থেকে একশগজ বাংলাদেশের অভ্যন্তরে নামাজী পাড়া নামক স্থান থেকে টহলের সময় চারজন বাংলাদেশি যুবক নাগরিককে আটক করে। এসময় আটককৃতদের কাছে নগদ ২৫ হাজার ১৭০ টাকা, ১৬০ ভারতীয় রুপি, দুটি মোবাইল চার্জার, ১টি ব্লু-টুথ হেডফোন, চারটি সিম, দুইটি অ্যানড্রোয়েড মোবাইল, দুইটি জাতীয় পরিচয়পত্র ও একটি জন্ম নিবন্ধন কার্ড উদ্ধার করা হয়। 
ডিমলা থানার ওসি ফজলে এলাহী বলেন, বৃহস্পতিবার বিকালে বিজিবি চারজনকে থানায় নিয়ে আসে। আটককৃতরা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার কারণে বিজিবি বাদী হয়ে তাদের নামে এজাহার দাখিল করলে মামলা নেয়া হয়। তাদেরকে আগামীকার(শুক্রবার) আদালতে পাঠানো হবে। 

মন্তব্য করুন


Link copied