আর্কাইভ  শনিবার ● ১২ জুলাই ২০২৫ ● ২৮ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১২ জুলাই ২০২৫
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশের সঙ্গে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকা

সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

ফিরে দেখা জুলাই বিপ্লব
সারা দেশ উত্তাল ছিল ‘বাংলা ব্লকেড’ কর্মসূচিতে

‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

ফিরে দেখা জুলাই বিপ্লব
‘পানি খাওয়াতে মিরপুর থেকে এসে ফার্মগেটে হিটস্ট্রোক করেন আঙ্কেল’

সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ফিরে দেখা জুলাই বিপ্লব
সড়ক-রেলপথ অবরোধ, শাহবাগে কর্মসূচি

ডিমলায় বিভিন্ন দপ্তরের সিলমোহর ও জাল দলিল উদ্ধারসহ দুই প্রতারক গ্রেফতার

শুক্রবার, ১১ নভেম্বর ২০২২, রাত ০৯:১৪

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ সরকারি চাকুরি দেয়ার নামে নিরীহ মানুষের সাথে প্রতারণা জন্য সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানের সিলমোহরসহ দুই ব্যক্তিকে আটক করেছে নীলফামারীর ডিমলা থানা পুলিশ। শুক্রবার(১১ নভেম্বর) সকালে ডিমলা উপজেলা সদর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ডিমলা সদর ইউনিয়নের সরদারহাট এলাকার কছির উদ্দিনের ছেলে মাজেদুল ইসলাম(৫২) ও উত্তর তিতপাড়া গ্রামে নছিম উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম ভুট্টু(৫০)। 
বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করে ডিমলা থানার ওসি লাইছুর রহমান। 
পুলিশ জানায়, মাজেদুল ইসলাম ও রফিকুল ইসলাম ভুট্টু দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানদের নামিয় সিল, সরকারি স্ট্যাম্প ও মূল্যবান দলিল, সাব-রেজিস্ট্রার ও ভূমি অফিসের সিলমোহর ও জাল সই সম্বলিত সিলসহ দলিল জালিয়াত করে সরকারি চাকুরি দেয়ার নামে নিরীহ মানুষের সাথে প্রতারণা করে অর্থ আদায় করে আসছিল। ভুট্টু পুরোনো দলিল সংগ্রহ করে দলিলের লেখা বা চিহ্ন কেমিক্যাল দিয়ে তুলে ফেলার কাজে বিশেষ পারদর্শী ছিল। দলিলের লেখা বা চিহ্ন তুলে মাজেদুলের বাড়িতে গিয়ে জাল দলিল তৈরি করতো। তারা একটি জাল দলিল সিন্ডিকেটের যোগসাজশে জমিসংক্রান্ত দেওয়ানি মামলাবাজদের পক্ষে তৈরিকৃত দলিল দিয়ে আদালতে মামলা মোকদ্দমাও করতো। এমনকি অব্যবহৃত স্ট্যাম্প অথবা বিশেষ কেমিক্যাল ব্যবহারের মাধ্যমে লিখিত দলিলের লেখা বা চিহ্ন তুলে ফেলে টাকার বিনিময়ে তারা চাহিদামতো বিভিন্ন কোম্পানি বা বিভিন্ন ভূমি জবরদখলকারী চক্রের কাছে বিক্রি করে।

গোপন সংবাদের ভিত্তিতে ডিমলা থানার ওসির নেতৃত্বে বিশেষ অভিযানে উপজেলার সর্দারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছে বিভিন্ন সরকারি দপ্তর ও দপ্তর প্রধানের সিল ১৬৫টি, জাল দলিল তৈরি কাজে ব্যবহারের জন্য ২৮টি ফাকা স্টাম্প, পাকিস্তানের ৪ আনা মূল্যমানের ১টি ফাকা স্টাম্প, ৩ পাতা বিশিষ্ট অস্পষ্ট ভারতীয় ১টি দলিল, ১৯৮২ সালের ১২ জুন তারিখের ৫ পাতা বিশিষ্ট একটি জবেদা নকল, ১৯৬৫ সালের ৬ ডিসেম্বরের ৬ পাতা বিশিষ্ট একটি জবেদা নকল সহ বিভিন্ন জাল দলিলপত্র উদ্ধার ও জাল সই সম্বলিত সিলসহ দলিল জালিয়াত করার জন্য তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। 
ওসি জানান, তাদের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিক্রিকৃত সিল, কাগজপত্র উদ্ধার ও গ্রেপ্তার অভিযান অব্যহত রয়েছে। 

মন্তব্য করুন


Link copied