নিউজ ডেস্ক: রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবি নিয়ে সম্প্রতি আবারো রাস্তায় নেমেছেন। সোমবার (১৮ নভেম্বর) মহাখালী এলাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যান তারা। প্রথম দফায় সড়ক অবরোধ সরিয়ে নেওয়ার পর প্রায় আড়াই ঘণ্টা পর আবারও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কলেজের সামনের সড়ক অবরোধ করেন। এসময় শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে সরব হন এবং সবার প্রতি সমর্থন কামনা করেন।
এদিকে, বিএনপির ফরিদপুর বিভাগীয় কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানালেও, এই আন্দোলনে সরকারের শিক্ষা উপদেষ্টার নিরব ভূমিকাকে প্রশ্নবিদ্ধ করেছেন। এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে তিনি বলেন, "শিক্ষার্থীরা যখন তাদের দাবি নিয়ে রাস্তায় নামছে, তখন শিক্ষা উপদেষ্টা কোথায়? তাদের দাবি-দাওয়া শোনার এবং সমাধানের দায়িত্ব তো ছিলো উপদেষ্টাদের। আজকে যদি ছাত্ররা রাস্তায় থাকে, তাহলে তারা তো তাদের দাবি-দাওয়ার জন্য উপদেষ্টা বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাওয়ার কথা। কিন্তু সেখানে কি কোনো ছাত্র উপদেষ্টা অথবা শিক্ষা উপদেষ্টাদের যেতে দেখেছি আমরা?"
শামা ওবায়েদ আরও বলেন, "এটি শুধু শিক্ষার্থীদের সমস্যা নয়, বরং এটি সরকারের ব্যবস্থাপনার ব্যর্থতাও প্রকাশ করছে। মানুষ বাধ্য হচ্ছে রাস্তায় নামতে, অথচ শিক্ষা উপদেষ্টা বা কোনো সরকারি প্রতিনিধি তাদের সাথে কথা বলার জন্য এগিয়ে আসছেন না। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি পূরণের দায়িত্ব তো সরকারেরই, বিশেষ করে শিক্ষা উপদেষ্টার।"
তিনি আরও উল্লেখ করেন, "এখন আমার কথা হচ্ছে যে যার মত দাবি দাওয়া করবে। কিন্তু তাদের দাবি গুলো দেখবে কারা? তাদের দাবি গুলোর যৌক্তিক কিনা তা দেখবে কে? তাদের দাবি গুলো পূরণ করবে কারা? এগুলো দেখার দায়িত্ব তো উপদেষ্টাদের। যদি মেনে নেওয়া না হয়, তাহলে তাদের ক্ষোভ বাড়বে এবং তাদের আন্দোলন আরো তীব্র হবে।"
এই পরিস্থিতিতে, শামা ওবায়েদ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা দ্রুত শিক্ষার্থীদের দাবি-দাওয়া শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন।