আর্কাইভ  সোমবার ● ২৫ আগস্ট ২০২৫ ● ১০ ভাদ্র ১৪৩২
আর্কাইভ   সোমবার ● ২৫ আগস্ট ২০২৫
সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

সমস্যা বাড়ছে পাটপণ্য রপ্তানিতে

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

ভুল শুধরে ঘুরে দাঁড়াচ্ছে বিএনপি

বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

► এক চুক্তি, চার সমঝোতা স্মারক ও এক কর্মসূচি সই
একাত্তর ইস্যু দুবার মীমাংসিত, বললেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী
বহুমুখী নিবিড় সম্পর্কে ঐকমত্য

রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

উল্টো বাড়ছে দিনদিন, চলছে শুধুই আলোচনায়
রোহিঙ্গা ঢলের ৮ বছর আজ, ফেরানো গেল না একজনও

তিস্তা মহাপরিকল্পনা চূড়ান্ত হবে এ বছরের শেষে: রিজওয়ানা হাসান

মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, রাত ১২:০০

Advertisement Advertisement

স্টাফরিপোর্টার,নীলফামারী॥ অন্তর্ববর্তীকালীন সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা এ বছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে। এরইমধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে আকাশ পথে ঢাকা থেকে নীলফামালীর সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর সড়কপথে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার তিস্তার তীর রক্ষার কাজ পরিদর্শনে যাওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, রিজওয়ানা হাসান বলেন, তিস্তা মহাপরিকল্পনা মূলত বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগ। কাজেই এটি চূড়ান্ত করতে উভয় দেশের সম্মতি প্রয়োজন। এই কয়েকমাসে আমরা বাস্তবায়নের পথে অনেকটাই এগিয়ে গেছি।

উপদেষ্টা রিজওয়ানা হাসান আরও বলেন, ১৭ জুলাই বিশেষজ্ঞদের নিয়ে মূল পাঁচটি বিষয়ে আলোচনা চূড়ান্ত করা হবে। এরপর এ প্রস্তাবনা প্রথমে সরকারের কাছে যাবে। সরকারের অনুমোদনের পর অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডির) মাধ্যমে চূড়ান্ত হলে চীন সরকারের কাছে যাবে। চীন বিস্তারিত মূল্যায়ন শেষে চূড়ান্ত রিপোর্ট দিলে প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হবে।

এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-আলম সিদ্দিকী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। পরে উপদেষ্টা রিজওয়ানা হাসান চৌধুরী সড়ক পথে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন।

উল্লেখ যে, অন্তর্বর্তী সরকারের পানি সম্পদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান’ এর সফরসূচিতে প্রথমদিন মঙ্গলবার(১৫ জুলাই) সকালে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা এবং ঘড়িয়ালডাঙ্গা খিতাব খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় (দ্বিতলা ভবন) সংলগ্ন তিস্তা নদীর চলমান কাজ পরিদর্শন, তিস্তার বামতীর দাড়িয়ালপুল এলাকার পরিদর্শন, দুপুরে রংপুরের কাউনিয়া উপজেলার পাথরভাঙ্গা রেলসেতু থেকে তিস্তা নদীর ডান তীর পরিদর্শন, রংপুরে তিস্তা নদীর চলমান কাজ ও শ্যামা সুন্দরী খাল পরিদর্শন। দ্বিতীয়দিন বুধবার(১৬ জুলাই) রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘জুলাই শহিদ দিবস ও আবু সাঈদ দিবস ও শহিদ আবু সাঈদের প্রথম শাহাদাৎ বার্ষিকী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগদান, বিকালে রংপুরের বদরগঞ্জ উপজেলার ভাড়ারদহ বিল পরিদর্শন, সন্ধ্যায় সৈয়দপুর বিমানবন্দরে বিমানযোগে ঢাকার উদেশ্যে যাত্রা। 

মন্তব্য করুন


Link copied