আর্কাইভ  শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫ ● ৩ কার্তিক ১৪৩২
আর্কাইভ   শনিবার ● ১৮ অক্টোবর ২০২৫
সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢামেকে

সংসদ ভবন এলাকায় সংঘর্ষে আহত ২০ ‘জুলাইযোদ্ধা’ ঢামেকে

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

জুলাই সনদে স্বাক্ষর করলেন যারা

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

ঠাকুরগাঁওয়ে দলীয় কর্মসূচি বাতিল করে ঢাকার উদ্দেশ্যে মির্জা ফখরুল

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন সনাতন ধর্মাবলম্বী সুজন

রাকসুতে শিবিরের প্যানেল থেকে বিজয়ী হলেন সনাতন ধর্মাবলম্বী সুজন

দিনাজপুরে চারটি ক্লিলিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২লক্ষ টাকা জরিমানা

বুধবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৪, রাত ০৮:৫৬

Advertisement

শাহ্‌ আলম শাহী, দিনাজপুর থেকে : দিনাজপুরে চারটি প্রাইভেট ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ২লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার (২৮ফেব্রুয়ারি)সকাল থেকে দুপুর পর্যন্ত  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম এবং  দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদের যৌথ পরিচালনায় এই অভিযান পরিচালনা করেন ।ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের প্রত্যেককে ৫০হাজার টাকা করে ২লক্ষ টাকা জরিমানা করেন ।
জরিমানাকৃত চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার হলো দিনাজপুর শহরের নিমনগর বালুবাড়ীতে অবস্থিত মেঘনা ক্লিনিক, বালুবাড়ী শহীদ মিনার মোড়ে স্বদেশ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, আইন কলেজ মোড়ে  নিউ পেশেন্ট কেয়ার এন্ড ডায়াগনস্টিক সেন্টার এবং একই এলাকায় মাতৃসেবা ও ডায়াগনস্টিক হাসপাতাল ।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় নিয়োজিত নির্বাহী ম্যাজিস্ট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগম সাংবাদিকদের দেয়া এক সাক্ষাৎকারে বলেন অপরিচ্ছন্ন পরিবেশ, ডিউটি ডাক্তারের অভাব,মেয়াদোত্তীর্ণ লাইসেন্স , মেয়াদোত্তীর্ণ রিজেন্ট ও রক্ত ,আয়া দ্বারা ইসিজি রিপোর্ট প্রদানসহ  একাধিক অনিয়মে প্রত্যেকের পৃথক পৃথক ত্রুটি বিচ্যুতির কারনে এই জরিমানা করা হয়েছে, তিনি আরো জানান অভিযান অব্যাহত থাকবে । দিনাজপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মুহাত আবিদ বলেন স্বাস্থ্য অধিদপ্তর,স্বাস্থ্য মন্ত্রনালয়ের নির্দেশে দিনাজপুর সিভিল সার্জন জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছে।লাইসেন্সবিহীন,সার্বক্ষণিক ডাক্তার বীহিন বা ত্রুটিপূর্ণ কোন ক্লিনিক বা ডায়াগনস্টিক সেন্টার চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে পারবে না।এ ছাড়াও তিনি আরো বলেন ইতিমধ্যে ৩৫টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে নোটিশ প্রদান করা হয়েছে ।এদের মধ্যে কেউ কেউ এসে আবেদন করছে।আর যারা আসবে না তাদের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা গ্রহণ করা হবে।তবে এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনিও জানান।

মন্তব্য করুন


Link copied