স্টাফরিপোর্টার,নীলফামারী॥ ‘পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া বড় কথা নয়। যারা বেঞ্চের শেষে বসেন, ভালো ফলাফল করতে পারেন না, তারাই এক সময় বাস্তব জীবনে প্রতিষ্ঠিত হয়। দেশ ও জাতির কল্যাণে গরুত্বপূর্ণ ভূমিকা রাখেন’।
রবিবার(৩১ ডিসেম্বর) নীলফামারী পুলিশ লাইন্স একাডেমির বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব কথা বলেন অনুষ্ঠানের প্রধান অতিথির এবং প্রতিষ্ঠান সভাপতি নীলফামারী পুলিশ সুপার মো. গোলাম সবুর।
ছেলে মেয়েদের পড়ার টেবিলে লক্ষ্য রাখার তাগিদ দিয়ে অভিভাবকদের তিনি বলেন, অনেকেই টেবিলে আয়না ও বইয়ের পাতার ভিতরে মোবাইল রাখে। বাবা মাকে দেখলে বই পড়ে, আর সুযোগ পেলে বইয়ের আড়ালে মোবাইল দেখে। অনেকেই বার বার নিজের চেহারা আয়নায় দেখে সময় নষ্ট করে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপারের সহধর্মিনী ও পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক) সভাপতি কানিজ ফাতেমা মিলা, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোস্তফা মঞ্জুর, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) তানভিরুল ইসলাম, অভিভাবক প্রতিনিধি মো. মশিউর রহমান, মো. জাফর সাদেক প্রমুখ।
বিদ্যালয়টিতে ৬৫০ জন শিক্ষার্থীর ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন পুলিশ সুপার। এসময় ২০২৪ সালের জন্য লটারীর মাধ্যমে প্লে গ্রুপ থেকে শুরু করে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি করা হয়।