 
                                                                        
                                                                        
                                        
স্টাফরিপোর্টার,নীলফামারী॥ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দ্বিতীয় দিনের তিস্তা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নীলফামারী জেলা বিএনপি। বৃহস্পতিবার (৩ অক্টোবর) ডিমলা উপজেলার ঝুনাগাছ চাপানি ও খালিশা চাপানি বন্যার্ত চারশ জনের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। 
এসময় জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার, সাধারণ সম্পাদক জহরুল আলম, সহ-সভাপতি আহমেদ চৌধুরী ডিটু, যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার রঞ্জু, ডিমলা উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মানোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আখতার সহ আরো অনেক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 
জেলা বিএনপির সভাপতি আ.খ.ম আলমগীর সরকার জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের মাধ্যমে সব সময় বন্যার্তদের খোঁজ খবর নিচ্ছেন। তারই নির্দেশনা মোতাবেক দ্বিতীয় দিনের মত আজকে ঝুনাগাছ চাপানি ও খালিশা চাপানি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে জেলা বিএনপি। আমাদের এই ত্রাণ বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে। বন্যার্ত সকল পরিবার ত্রাণ পাবে। 
উল্লেখ যে, বুধবার(২ অক্টোবর) ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি দক্ষিণ খড়িবাড়ি কোদালধোয়া চৌপথি তেলিরবাজারে চারশ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছিল।