স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে শান্তি সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ। বিএনপি-জামাতের নৈরাজ্য, আগুন সন্ত্রাস, গুজব ও অপপ্রচারের প্রতিবাদে আজ শনিবার(১১ মার্চ) বেলা ১২টার দিকে জেলা শহরের কেন্দ্রীর শহীদ মিনার চত্বরে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র ম্যাব সভাপতি দেওয়ান কামাল আহমেদের সভাপতিত্বে বক্তৃতা দেন সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক, সহসভাপতি হাফিজুর রশিদ মঞ্জু, অক্ষয় কুমার রায়, আহসান রহিম মঞ্জিল, খোকা রাম রায়, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুজ্জামান কামরুল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি সান্তনা চক্রবর্তী, সাধারণ সম্পাদক ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
জেলা আওয়ামীলীগের সদস্য মোকছেদ আলী সমাবেশ পরিচালনা করেন।
সভাপতির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ বলেন, জাতীয় নির্বাচন ঘিরে আবারো অপতৎপরতা শুরু করেছে বিএনপি-জামাত। আবারো জ্বালাও পোড়াও, ভাংচুর, বাড়ি ঘরে অগ্নিসংযোগ, রাস্তা কেটে ফেলা, ট্রেনের লাইন উপড়ে ফেলাসহ মানুষ হত্যার ষড়যন্ত্র শুরু করছে তারা। স্বাধীনতা বিরোধী এই অপশক্তির বিরুদ্ধে হুশিয়ারী উচ্চারণ করে তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার কোন সুযোগ নেই। যদি নির্বাচনের নামে আবারো সহিংস রাজনীতি শুরু করা হয় তাহলে আওয়ামীলীগের কঠোরভাবে দমন করবে।
জেলা, উপজেলা ও পৌর আওয়ামীলীগ ছাড়াও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা কর্মসুচীতে উপস্থিত ছিলেন।