আর্কাইভ  বুধবার ● ২৯ মার্চ ২০২৩ ● ১৫ চৈত্র ১৪২৯
আর্কাইভ   বুধবার ● ২৯ মার্চ ২০২৩
 width=
 width=
শিরোনাম: নির্বাচনে গণমাধ্যমকর্মীদের বাধা দিলে ২-৭ বছরের কারাদণ্ড       মা হলেন মাহি       রংপুরে গাঁজাসহ ৩ জন গ্রেফতার       দিনাজপুর গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটর সাইকেল আরোহী নিহত        সৌদিতে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত      

নীলফামারীতে এলপিজি অনার্স এ্যাসোসিয়েশনের  জেলা প্রশাসক নিকট স্মারকলিপি প্রদান

মঙ্গলবার, ৭ ফেব্রুয়ারি ২০২৩, বিকাল ০৫:০৪

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে সরকার নির্ধারিত দামে বিক্রি হচ্ছে না এলপিজি গ্যাস। ১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম ১ হাজার ৪৯৮ টাকা। বাস্তবে ডিলার পর্যায়ে বিক্রি হচ্ছে ১ হাজার ৫৫০ ও খুচরায় বিক্রি হচ্ছে ১ হাজার ৬০০ টাকায়। কিন্তু জেলার এলপিজি অর্নাস এ্যাসোসিয়েশন ও ব্যবসায়ী বৃন্দ বলছেন কোম্পানী পর্যায়ে আমাদের ১২ কেজি গ্যাসের সিলিন্ডার ক্রয় করতে হচ্ছে ১ হাজার ৫২০টাকায়। পরিবহন সহ মার্কেটিং করতে খরচ হচ্ছে ১ হাজার ৫৫০টাকা। যা খুচরা বাজারে বিক্রি করা হয় ১ হাজার ৬০০ টাকা। ভোক্তা অধিদপ্তরের অভিযানে আমরা পাকা রশিদ দেখানোর পরও ডিলার ও খুচরা ব্যবসায়ীদের জরিমানা করা করা হচ্ছে। 
ফলে এ ঘটনা তুলে ধরে সোমবার(৬ ফেব্রুয়ারী) বিকালে নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষের কাছে স্মারকলিপি প্রদান করে জেলার এলপিজি অনার্স এ্যাসোসিয়েশন ও ব্যবসায়ীরা। এসময় উপস্থিত ছিলেন, নীলফামারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম, এলপিজি অনার্স এ্যাসোসিয়েশনের আহবায়ক মঞ্জুরুল আলম সিয়াম ও যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন স্বপন সহ ডিলার ও ব্যবসায়ীরা। 
স্মারকলিপিতে  ডিলার ও ব্যবসায়ীদের জরিমানা বন্ধ, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দর সরকারী ও ডিলার পর্যায়ে সমন্বয় এবং গ্যাস কোম্পানির সাথে বসে দাম নির্ধারনের দাবি করা হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক আখতার হোসেন স্বপন বলেন, আমরা ডিলাররা ভুর্তুকি দিয়ে গ্যাস নিয়ে এসে খুচরা পর্যায়ে পৌঁছে দিচ্ছি। কিন্তু তৃণমুলে লাভ না হলে তারা তো বিক্রি করতে পারবে না। এজন্য সরকারী ও কো¤পানী মুল্য সমন্বয় করা খুবই জরুরী। এজন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি প্রদান করেছি। যাতে বিষয়টি নিরসন করা হয়।
জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। 

মন্তব্য করুন


Link copied