স্টাফরিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত নারীর (২৭) মৃত্যু হয়েছে। সোমবার(১ ডিসেম্বর) সকালে নীলফামারী সদরের মিলনপল্লী নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রেলওয়ে পুলিশ জানায়, সকাল ১০টার দিকে নীলফামারীর চিলাহাটি থেকে খুলনাগামী রুপসা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ওই নারীর ঘটনাস্থলে মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, নিহত নারীর পরিচয় এখনো জানা যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ নীলফামারী থানা হিমঘরে রাখা আছে।