স্টাফরিপোর্টার,নীলফামারী॥ সদর আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী শিায় বিশেষ গুরুত্ব দিয়েছেন। প্রশাসন ক্যাডার থেকে সচিব, ¯িপকার, সংসদীয় নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এখন নারী। সরকারের কাঠামোর গুরুত্বপূর্ণ জায়গা গুলোতে নারী প্রতিনিধিত্ব সুপ্রতিষ্ঠিত হয়েছে। বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। শিাপ্রতিষ্ঠানের ভবন, রাস্তাঘাট, নদী খনন, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন হয়েছে। দেশবাসীর জীবন মান বদলে গেছে।
বৃহস্পতিবার(১৭ আগষ্ট) বেলা ১২টায় নীলফামারী সদর উপজেলার পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সম্প্রসারিত চারতলা একাডেমিক ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. বাবুল হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. হাজেরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী প্রমুখ।
পরে বিকেল চারটার দিকে সংসদ সদস্য আসাদুজ্জামান নূর জেলা শহরের কলেজ স্টেশন সংলগ্ন মহিলা দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মান কাজের ভিত্তি স্থাপন করেন।