আর্কাইভ  মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫ ● ৩১ আষাঢ় ১৪৩২
আর্কাইভ   মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

জুলাই স্মরণে ‘রাজাকার রাজাকার’ স্লোগানে প্রকম্পিত ঢাবি

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

মধ্যরাতের আকাশে ভেসে উঠল ‘জুলাই স্মৃতি’

চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

ফিরে দেখা জুলাই বিপ্লব
চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার

জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

ফিরে দেখা জুলাই বিপ্লব
জুলাইয়ের দিনগুলি: ১৩ জুলাই

নীলফামারীতে মঞ্চ মাতাবেন ফেরদৌস-অপু-লালন ব্যান্ড-ইমরান

শনিবার, ১৮ মার্চ ২০২৩, সকাল ০৯:৫৮

Advertisement

স্টাফ রিপোর্টার,নীলফামারী॥ নীলফামারীর নাগরিক সংবর্ধনা কমিটির একটি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জনপ্রিয় অভিনয় শিল্পী ফেরদৌস ও অপু বিশ্বাস। একই মঞ্চে গান গাইবেন দেশের বিখ্যাত ব্যান্ড লালন শিল্পীরা ও ইমরান মাহমুদ। 
আজ শনিবার (১৮ মার্চ) সন্ধ্যায় জেলার বড়মাঠে পারফমান্স করবেন তারা। এর আগে ওই মঞ্চে নীলফামারী পৌরসভায় ৬ বার মেয়র নির্বাচিত ও পুনরায় বাংলাদেশ মিউনিসিপাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় কৃষিবিদ দেওয়ান কামাল আহমেদকে সংবর্ধনা দেওয়া হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। 
আয়োজক কমিটির একাধিক সূত্র জানায়, সকাল ১০ টার ফাইটে সৈয়দপুরে নামবেন অপু- ফেরদৌসসহ বাকি শিল্পীরা। এর পর জেলা সার্কিট হাউজে বিশ্রামের পর সন্ধ্যায় কনসার্টে অংশ নিবেন তারা। সকালে তাদের নাগরিক সংবর্ধনা কমিটির প থেকে এয়ারপোর্টে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে।
শহরের উকিলের মোড়ের চা দোকানি ফখরুল ইসলাম বলেন, অপু বিশ্বাস এর আগেও আসছিলেন। কিন্তু ফেরদৌস আসেন নাই। বিকেলে দোকান বন্ধ করে সেখানে যাব। আগে টিভিতে সিনেমায় দেখছি এবার সরাসরি ফেরদৌসকে দেখব।
রিকশা চালক রেজাউল ইসলাম বলেন, আগত তো দীপালি ছিনেমা হলে গিয়া ফেরদৌসের ছবি দেখছি। এখন তো হল নাই। কাল সরাসরি দেখমো। বড় স্টেজ সাজাইছে। 
নাগরিক সংবর্ধনা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট একেএমডি জোনাব আলী বলেন, আমাদের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সকালে শিল্পীদের রিসিভ করা হবে। হাজারো মানুষ যেহেতু আসবে দিকে নজরদারিতার জন্য আমাদের স্বেচ্ছাসেবক থাকবে। পুলিশ আনসার বাহিনী তো থাকবেই।
যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে বলনে নিশ্চিত করেছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান। 

মন্তব্য করুন


Link copied